দিল্লি: রাজধানীতে দীর্ঘ হচ্ছে মৃত্যু-মিছিল। পরিস্থিতি মোকাবিলায় ফের লকডাউনের মেয়াদ বাড়াল কেজরিওয়াল সরকার। টুইট করে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, আগামী আরও ১ সপ্তাহ বাড়ানো হল দিল্লির লকডাউন। প্রথম দফা লকডাউনের শেষে, গত ২৫ এপ্রিল আরও ১ সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়িয়েছিল দিল্লির সরকার। গত রবিবার একটি সাংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করে জানান, "আগামী ৩ মে ভোর ৫টা পর্যন্ত দিল্লিতে লকডাউন জারি থাকবে।"



আগামী সোমবার শেষ হচ্ছে দ্বিতীয় দফার লকডাউন। তার আগেই দিল্লির সরকার তার মেয়াদ ফের বাড়ানোর কথা ঘোষণা করেছে। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রক উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, বিগত চার সপ্তাহ ধরে দৈনিক করোনা আক্রান্তের নিরিখে উত্তরপ্রদেশের অবস্থা আশঙ্কাজনক। দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর খবর মিলেছে দিল্লিতেই।


করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে গত ১৯ এপ্রিল প্রথম ৬ দিনের লকডাউন ঘোষণা করেছিল কেজরিওয়াল সরকার। কিন্তু, সংক্রমণের ঊর্ধ্বমুখী হার বিচার করে তা আরও ৭ দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। দিন যত এগোচ্ছে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। তাই আবারও লকডাউনের মেয়াদ ১ সপ্তাহ বাড়ানো হয়েছে।


উল্লেখ্য, পরিস্থিতির পর্যবেক্ষণ করে কড়া ভাষায় শনিবার কেন্দ্রকে হুঁশিয়ারি দিল দিল্লি হাইকোর্ট। এদিন কেন্দ্রকে হাইকোর্ট বলে, "মানুষ মরছে আর আমাদের কি চোখ বুজে থাকতে বলছেন ? দ্রুত দিল্লিতে অক্সিজেনের ব্যবস্থা করুন, নয়ত আদালত অবমাননার অভিযোগ আসবে। এনাফ ইজ এনাফ।"


উল্লেখ্য, দিল্লিতে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছুঁইছুঁই। পরিসংখ্যান অনুযায়ী একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন, ২৭, ০৪৭ জন। ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৭৫ জন। অন্যদিকে গোটা দেশে মোট আক্রান্ত ১,৯১,৬৪,৯৬৯ জন। মৃতের সংখ্যা বেড়ে ২,১১,৮৫৩ জন।