জব্বলপুর: করোনার ত্রাস ক্রমেই বাড়ছে। তারপর ঘূর্ণিঝড় উমপুনের তাণ্ডবে বিপর্যস্ত বাংলা। দুই  ধাক্কায় মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষিক্ষেত্র। তা সামলে ওঠার আগেই এবার ফসল নষ্ট করতে পাকিস্তান থেকে ধেয়ে আসছে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল!


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পঙ্গপালের ঝাঁক ঢুকে পড়েছে রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা এবং মধ্যপ্রদেশে। ফসলের ক্ষতি করতে পঙ্গপালের ঝাঁকের জুড়ি নেই। নিমেষে তারা সাবাড় করে দিতে সক্ষম জমির ফসল।


 

কোথাও থালা-বাটি বাজিয়ে, কোথাও বা সাউন্ড বক্স বাজিয়ে পঙ্গপাল তাড়ানোর চেষ্টা চালাচ্ছেন চাষিরা। কীটনাশকও ছড়িয়ে রোখার চেষ্টা করছেন কেউ কেউ।

এরই মধ্যে মধ্যপ্রদেশের জব্বলপুরের জেলা প্রশাসন দাবি করল, তারস্বরে আওয়াজ আর কীটনাশকেই তাড়ানো যায়  পঙ্গপাল। সেইসব উপকরণ নিয়ে তারা তৈরি। কৃষিক্ষেত্রে পঙ্গপাল আক্রমণ হলে এভাবেই আটকানো যাবে পঙ্গপান, দাবি জব্বলপুর জেলাশাসক ভরত যাদবের।