Lok Sabha Election 2024 Postal Ballot: ভোটের দিন নানা জায়গার খুঁটিনাটি খবর পরিবেশনের দায়িত্বে থাকে সংবাদমাধ্যমের কর্মীরা। তাদের জন্য নির্বাচন কমিশন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থা করল। নির্বিচন কমিশন থেকে প্রদত্ত বিশেষ সম্মতিপত্র দেখালেই ভোট দানের অনুমতি পাবেন সাংবাদিকরা। এই ভোট দিতে হবে পোস্টাল ব্যালটের মাধ্যমে। শুধু সংবাদমাধ্যম নয়, জরুরি পরিষেবার সঙ্গে কর্মীদেরও একইভাবে ভোট দানের ব্যবস্থা করে দিল নির্বাচন কমিশন। 


সমস্ত রাজ্যকে চিঠি


এই মর্মে একটি চিঠিও ইতিমধ্যে রাজ্যে রাজ্যে পৌঁছে গিয়েছে। প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারদের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে জরুরী পরিষেবার অন্তর্গত ভোটারদের বিশেষ সুবিধাদানের অনুমতিপত্র দেওয়ার কথা বলা হয়েছে।


কোন কোন পরিষেবা জরুরি পরিষেবার মধ্যে ?


সংবাদমাধ্যম ছাড়াও স্বাস্থ, পরিবহন, দমকল, পুলিশ প্রশাসন ও দুর্ঘটনা মোকবিলা পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুবিধা পাবেন। এর পাশাপাশি আর কোন কোন পরিষেবা জরুরি পরিষেবার মধ্যে পড়ছে তাও হিসাবে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। 


কী বলা হয়েছে নির্বাচন কমিশনের চিঠিতে ?


নির্দিষ্ট ওই শ্রেণীর ভুক্ত ভোটারদের বিভাগকে এই সম্পর্কে অবগত করা হবে একইসঙ্গে তাদেরকে নোডেল অফিসে মনোনয়ন করতে বলা হবে।  এর পরেই  পোস্টাল ব্যালটে নিজের ভোট দেওয়ার সুযোগ দেওয়া পাবে নির্বাচিত জরুরি পরিষেবার অন্তর্গত ভোটাররা। প্রসঙ্গত ২০২৪ সালের লোকসভা ভোটের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে আরও চারটি রাজ্যের বিধানসভা ভোট। সেই বিধানসভা ভোটের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। অন্ধ্রপ্রদেশ অরুনাচল প্রদেশ ওড়িশা ও সিকিমের বিধানসভা ভোট এই একই সময় অনুষ্ঠিত হতে চলেছে।


আগামীকাল থেকে শুরু অষ্টাদশ লোকসভা নির্বাচন


আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট প্রক্রিয়া। সারা দেশ জুড়ে ৫৪৩টি লোকসভা আসনে এই ভোটের লড়াই। আগামীকাল উনিশে এপ্রিল প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে। রাজ্যের উত্তরবঙ্গে প্রথম দফার ভোট। মোট সাত দফায় ২০২৪ সালের লোকসভা ভোট অনুষ্ঠিত হবে। তিনটি মাসের ৪৪ দিন জুড়ে চলবে ভোট প্রক্রিয়া। সারা দেশে ভোট শেষ হবে ১ জুন। এর পর ৪ জুন ভোট গণনা হবে গোটা দেশে। 


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন -  Health News: নেসলের বেবিফুড খাওয়ান শিশুকে ? বড় বিপদের আশঙ্কা