কলকাতা: কিছুদিন বাদেই লোকসভা ভোটের (Lok Sabha Election) দিন ঘোষণা হয়ে যাবে। তৃণমূল (TMC) হোক কিংবা বিজেপি (BJP), সিপিএম (CPIM) হোক বা কংগ্রেস (Congress), প্রত্যেকটি দলই নিজেদের মতো করে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। তোড়জোড় শুরু করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনও (Election Commission)। এরই মধ্যে বড় ধাক্কা রাজনৈতিক দলগুলির (Political Party)। 'নির্বাচনী বন্ডের (Electoral Bond) মাধ্যমে রাজনৈতিক দলগুলির তহবিল সংগ্রহ অসাংবিধানিক', জানিয়ে দিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ।
সুপ্রিম কোর্টের তরফে কী বলা হয়েছে?
ব্যাঙ্কগুলিকে বন্ড বিক্রি করতে নিষেধ করল সর্বোচ্চ আদালত। 'কে অনুদান দিচ্ছে, তাঁর নাম প্রকাশ করা আবশ্যক', নাম প্রকাশ না করা তথ্যের অধিকার আইনের পরিপন্থী, বলল সুপ্রিম কোর্ট।
নির্বাচনী বন্ড প্রকল্প খারিজ করে দিয়ে আদালত বলেছে, সংবিধান প্রদত্ত তথ্যের অধিকার লঙ্ঘন করেছে এই প্রকল্প। সুপ্রিম কোর্ট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে অবিলম্বে নির্বাচনী বন্ড বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছে। ২০১৮ সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন সেই সময় নির্বাচনী বন্ডের কথা ঘোষণা করেছিলেন অরুণ জেটলি। এরপর নির্বাচনী বন্ডের বৈধতা নিয়ে দায়ের হওয়া মামলায় সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ রায় ঘোষণা করে। নির্বাচনী বন্ডের মাধ্যমে অনুদান সংগ্রহের ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে একাধিক আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে।
প্রসঙ্গত, নির্বাচনী বন্ড প্রসঙ্গে এর আগে তৃণমূলকে তোপ দেগেছিল শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতার বক্তব্য ছিল, '২০২২ সালে নির্বাচনী বন্ডে ৫৩৮ কোটি টাকা সংগ্রহ করেছে তৃণমূল। দেশের মধ্যে দ্বিতীয় রাজনৈতিক দল হিসেবে এক বছরে এত টাকা সংগ্রহ করেছে তৃণমূল। কারা কারা নির্বাচনী বন্ডে টাকা দিয়েছেন, তালিকা প্রকাশ করুক তৃণমূল। গোয়ার ভোটে তৃণমূল খরচ করেছিল ৪৭ কোটি টাকা। ত্রিপুরা, মেঘালয়ে কত টাকা খরচ হয়েছে শীঘ্রই প্রকাশ্যে আসবে। এই টাকা কারা দিয়েছে? নাম বলুক তৃণমূল', দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তবে সেই সময় পাল্টা উত্তর দেয় তৃণমূলও। শুভেন্দুকে পাল্টা কটাক্ষ করেন কুণাল ঘোষ। তিনি বলেন, 'বিজেপি তো নির্বাচনী বন্ডে অর্থ সংগ্রহর তালিকায় প্রথম। নিজের দলকে তালিকা প্রকাশ করতে বলুন শুভেন্দু'।
আরও পড়ুন, লোকসভা ভোটে বাংলার জন্য সবেচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী চাইল কমিশন
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে