লস অ্যাঞ্জেলেস: ক্রমশ ছড়িয়ে পড়ছে আগুন। পুড়ে ছাই হয়ে যাচ্ছে কোটি কোটি ডলারের সম্পত্তি। লস অ্যাঞ্জেলসে দাবানলের শিকার হলিউড তারকাদের বাড়িও। মার্কিন যুক্তরাষ্ট্রের বিনোদন রাজধানী লস অ্যাঞ্জেলসের দাবানল বৃহস্পতিবার হলিউড পাহাড়ে আছড়ে পড়েছে। যার জেরে এই অঞ্চলের ল্যান্ডমার্কগুলি কার্যত বিপন্ন হতে পারে। বুধবার রাতেই প্রায় দেড় লক্ষ মানুষকে সংশ্লিষ্ট এলাকা ফাঁকা করে দিতে বলা হয়। কারণ, দাবানল সেই সময় ৭ হাজার হেক্টর জমি পুড়িয়ে দিয়েছে। প্রাণহানি হয়েছে ৫ জনের এবং ১ হাজারের বেশি বাড়ি ভস্মীভূত হয়ে গেছে। এই তালিকায় তারকাদের বাড়ির পাশাপাশি রয়েছে স্কুল ও ধর্মীয় আচরণের স্থানও।
লস অ্যাঞ্জেলেসে নিয়ন্ত্রণহীন দাবানলের গ্রাসে হলিউড তারকাদের বাড়ি। যে হাজারের বেশি বাড়ি ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গিয়েছে তার মধ্যে রয়েছে হলিউডের বহু অভিনেতা-অভিনেত্রীর বিলাসবহুল ঠিকানা। লস অ্যাঞ্জেলসে একটি অনুষ্ঠানে শেষে ভারতের বিমান ধরার আগে রাস্তা থেকেই একটি ভিডিও শেয়ার করেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফতেহি। একটি ভিডিও বার্তায় জানান, তিনি নিরাপদেই রয়েছেন এবং বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।
অস্কারজয়ী অভিনেতা অ্যান্টনি হপকিন্সের বাড়ি ছিল অভিজাত প্যাসিফিক প্যালিসেডস এলাকায়। তাঁর বাড়ি চলে গিয়েছে লেলিহান আগুনের গ্রাসে। পুড়ে ছাই হয়ে গিয়েছে প্যারিস হিলটনের ম্যালিবু ম্যানসন। সোশাল মিডিয়ায় পুড়ে যাওয়া বাড়ির ছবিও পোস্ট করেছেন প্যারিস হিলটন। দাবানলের শিকার হয়েছে হলিউড অভিনেতা অ্যাডাম ব্রডির বাড়িটিও। কমেডিয়ান বিলি ক্রিস্টাল থেকে শুরু করে ইউজিন লেভি, মাইলস টেলর, আনা ফারিস- সহ বহু তারকার বাড়িই এখন পুড়ে ছাই। জেমি লি কার্টিসের বাড়িও রক্ষা পায়নি সর্বগ্রাসী দাবানলে। অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াও তাঁর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে দাবানলের একটি ভিডিও শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়। ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনও করেছেন তিনি। লস অ্যাঞ্জেলসের এই ভয়াবহ দাবানলের কারণেই অস্কার-এর মনোনয়ন ভোটিংয়ের সময়ও বাড়ানো হয়েছে। ১২ জানুয়ারির পরিবর্তে ১৪ জানুয়ারি পর্যন্ত ভোটিং করার সুযোগ পাবেন অ্যাকাডেমির সদস্যরা।
ঘটনার ভয়াবহতা নিয়ে লস অ্যাঞ্জেলসের পুলিশ প্রধান জিম ম্যাকডোনেল বলছেন, "আমি এরকম কখনো দেখিনি। বাতাসের প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিবেগে আগুন ছড়িয়ে পড়েছে।" বুধবার বাতাসের গতিবেগ একটু কম হয়। তখনই দমকলকর্মীরা কাজে বেগ আনতে পারেন। অন্যদিকে, ওপর থেকে আগুন নেভানোর কাজে লেগে যায় হেলিকপ্টার।