নয়াদিল্লি: করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে লকডাউন চলছে তো কী, তাতে কি প্রেম থেমে থাকে? মোটেই না। সেটাই প্রমাণ করলেন এক রুশ মহিলা ও তাঁর ভারতীয় বয়ফ্রেন্ড। হিমাচল প্রদেশে লকডাউনের পাশাপাশি কার্ফুও চলছে। কিন্তু তার মধ্যেই ট্রাকে করে সিমলায় ঢুকতে গিয়ে ধরা পড়লেন দুজনে।
রুশ মহিলার পুরুষ বন্ধুটি হিমাচলেরই কুলুর নিরমন্দ এলাকার ছেলে। দুজনে বুধবার সিমলায় প্রবেশের চেষ্টা করায় সোঘি এলাকায় ধরা পড়েন বলে জানিয়েছেন সিমলার পুলিশ সুপার ওমপতি জয়সওয়াল।
তিনি আরও জানান, দুজনের কাছে কার্ফু পাস ছিল না। ট্রাকের পিছনে লুকিয়ে নয়ডায় চেপে বসেন তাঁরা, প্ল্যান ছিল নিরমন্দ পৌঁছে বিয়ে করবেন। রুশ মেয়েটির বয়স তিরিশের ঘরে, প্রেমিকের কুড়ির কোঠায়।
তাঁদের ট্রাকে তুলে লুকিয়ে নিয়ে আসায় ধরা পড়েছেন ট্রাকচালক, খালাসিও। ভারতীয় দণ্ডবিধির নানা ধারায় চারজনের বিরুদ্ধেই এফআইআর দায়ের হয়েছে বলে জানান পুলিশ সুপার।
রুশ মেয়েটিকে ধাল্লির এক সেন্টারে কোয়ারেন্টিন করা হয়েছে, বাকি তিন পুরুষকে সোঘিতেই কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে খবর।
লকডাউন, কার্ফুর মধ্যেই ট্রাকে লুকিয়ে সিমলায় ঢুকতে গিয়ে ধৃত রুশ যুবতী, ভারতীয় বয়ফ্রেন্ড, এফআইআর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 May 2020 12:19 PM (IST)
রুশ মেয়েটির বয়স তিরিশের ঘরে, প্রেমিকের কুড়ির কোঠায়।
তাঁদের ট্রাকে তুলে লুকিয়ে নিয়ে আসায় ধরা পড়েছেন ট্রাকচালক, খালাসিও।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -