ইসলামাবাদ: এই প্রথম কোনও পাকিস্তানি হিন্দু যুবক সে দেশের বায়ুসেনায় যোগ দেওয়ার সুযোগ পেলেন। বায়ুসেনা টুইট করে জানিয়েছে, রাহুল দেব নামে ওই হিন্দু নাগরিক জেনারেল ডিউটি পাইলট অফিসার পদে যোগ দিয়েছেন।

রাহুল সিন্ধু প্রদেশের থারপার্কার জেলার এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা। তাঁর ছবি টুইট করেছে পাক বায়ুসেনা।


রাহুলের প্রকৃত বয়স না জানা গেলেও বায়ুসেনায় যোগ দেওয়ার জন্য বয়স কুড়ির কোঠায় থাকতে হয়। সরকারি রেডিও পাকিস্তান ঘোষণা করেছে, পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনও হিন্দু যুবক বায়ুসেনায় কাজের সুযোগ পেলেন। গত বছর খাইবার-পাখতুনওয়ালার বাসিন্দা কাইনাত জুনেদ প্রথম মহিলা হিসেবে ফাইটার পাইলট হওয়ার প্রশিক্ষণ নেন। জেনারেল ডিউটি পাইলট প্রশিক্ষণে প্রথম হওয়ার পাশাপাশি তিনিই পাকিস্তানের প্রথম মহিলা ফাইটার পাইলট, তাঁর বাবাও ফাইটার পাইলট পদে কর্মরত।