কলকাতা : নতুন বছর শুরুর আগে বড় খবর। সুখবর এলপিজি ( LPG Gas )  ব্যবহারকারীদের জন্য।  ১ জানুয়ারির আগে এলপিজি সিলিন্ডারের দাম কমানো হল। ২২ ডিসেম্বর, শুক্রবার এলপিজির দাম কমানো হয়েছে। তবে সেটা গৃহস্থের হেঁশেলে ব্যবহারের গ্যাস নয়,  ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হল ২০২৪ শুরুর আগে। স্বাভাবিকভাবেই অকটু স্বস্তিতে বাণিজ্যিক গ্যাস ( commercial gas ) সিলিন্ডারের গ্রাহকরা। আপাতত ঘরে ঘরে ব্যবহৃত ১৪ কেজি ঘরোয়া সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।


বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ৩৯.৫০ টাকা। এখন জেনে নেওয়া যাক বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের সর্বশেষ দাম কোথায় কত হল :




  • রাজধানী দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এখন ১৭৫৭ টাকা। এটির দাম আগে ছিল ১৭৯৬.৫০ টাকা।




  • কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল  ১৯০৮  টাকা, যা এখন হল ১৮৬৮.৫০ টাকা । 




  •  আগে মুম্বইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৭৪৯ টাকা, যা এখন ১৭১০ টাকায় নেমে এসেছে।




  • চেন্নাইয়ের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৯২৯ টাকায় নেমে এসেছে, যা আগে  ছিল ১৯৬৮ টাকা।  


    ১৪.২ কেজি গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দামের ক্ষেত্রে এখনই কোনও সুখবর নেই। গত ৩০ অগাস্ট এর দাম কমানো হয়েছিল ২০০ টাকা ।  প্রায় ১৬ মাস পর সাধারণের জন্য একলাফে কমানো হয়েছিল এই দাম। ঘোষণা করা হয়, উজ্জ্বলা প্রকল্পে ভর্তুকি মিলবে আরও ২০০ টাকা। মূল্যবৃদ্ধির বাজারে  এই ঘোষণা অনেকের মুখেই হাসি ফুটিয়েছিল। এখন গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের  দাম দিল্লিতে ৯০৩ টাকা। সেখানে কলকাতায় এর দাম সিলিন্ডার প্রতি ৯২৯ টাকা।  মুম্বইতে, ঘরোয়া গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে ৯০২.৫০ টাকায়। অন্যদিকে, চেন্নাইতে গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দাম ৯১৮.৫০ টাকা।  এর ফলে উপকৃত হন প্রায় ৩৩ কোটি গ্রাহক।


    কথায় বলে, মানুষের মনে পৌছনোর রাস্তা গিয়েছে পেট দিয়ে। পেটপুজো করিয়ে সহজেই জায়গা করে নেওয়া যায় হৃদয়পুরে। বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে মধ্যবিত্তর বোঝা কমাতে ঘরোয়া রান্নার গ্যাসের দামেও কি কোনও পরিবর্তন আসবে ? সেই আশাতেই বুক বাঁধছে আম-জনতা।   

    আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


    আরও পড়ুন: Birbhum Weather Update: তাপমাত্রার সামান্য বৃদ্ধি, মেঘলা আকাশ, আজ কেমন থাকবে বীরভূমের আবহাওয়া?