ঢাকা: এলপিজির (LPG) দাম বাড়ল বাংলাদেশে। প্রতি ১২ কেজি এলপিজির দাম বাড়ল ১৬ টাকা করে। গত বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে এই নতুন দাম। যার ফলে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১,২৩২ টাকা থেকে এক লাফে বেড়ে হয়েছে ১,৪৯৮ টাকা।
গত বছরের ডিসেম্বরে দেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১, ২৯৮ টাকা। নতুন বছরের শুরুতে তা কমিয়ে করা হয় ১,২৩২ টাকা। অর্থাৎ প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম কমানো হয়েছিল ২৬৬ টাকা করে।
বৃহস্পতিবার সকালেই এলপিজির নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এদিন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিইআরসির পক্ষ থেকে নতুন দর জানানো হয় এবং সংস্থার তরফে জানানো হয়, ঘোষিত নতুন দর বৃহস্পতিবার সন্ধে ৬টা থেকেই কার্যকর হবে। এর আগে জানুয়ারি মাসের ক্ষেত্রে দর ১২ কেজির সিলিন্ডারে ৬৫ টাকা কমানো হয়েছিল। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এ সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।
বিইআরসি জানায়, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি প্রায় ১২৫ টাকা, যা এত দিন প্রায় ১০৩ টাকা ছিল। গাড়িতে ব্যবহৃত হয় যেসব এলপিজি (অটো গ্যাস) তার নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার প্রায় ৭০ টাকা, যা এত দিন প্রায় ৫৭ টাকার ছিল। উল্লেখ্য, এ প্রসঙ্গে জানানো হয়েছে, বিশ্ববাজারে প্রোপেনের দাম অনেকটাই বেড়েছে। তাছাড়া ডলারের তুলনায় টাকার দাম কমার ফলে আমদানিকৃত তরলীকৃত গ্যাস কিনতে গত মাসের তুলনায় বাড়তি খরচ হচ্ছে।
এ দিকে ভারতে সাধারণ বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গেই মূল্যবৃদ্ধি হয়েছে। বাজেট পেশের ২ দিনের মধ্যেই বাড়তে চলেছে দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারক সংস্থা আমুল। বাজটের পরপরই আমুল তার গ্রাহকদের কাছে এটি একটি বড় ধাক্কা। আমুল পাউচে বিক্রি করা দুধের দাম (সমস্ত ভেরিয়েন্ট) লিটার প্রতি ৩ টাকা বাড়িয়েছে।
আমুলের (Amul Milk Price) তরফ থেকে দাম বাড়ানোর পর এখন অন্য কোম্পানিগুলোরও দুধের দাম বাড়ানোর আশঙ্কা বেড়েছে। শুক্রবার সকালে কার্যত চমকে দিয়েছে আমুলের বার্তা। আমুলের জারি করা নতুন তালিকায়, আমুল ফ্রেশ ৫০০মিলি - প্যাকেটের দাম ২৭ টাকা, আমুল ফ্রেশ এক লিটারের দাম ৫৪ টাকা, আমুল ফ্রেশ ২ লিটারের দাম ১০৮ টাকা, আমুল ফ্রেশ ৬ লিটারের দাম ৩২৪ টাকা। স্বর্ণ ৫০০ মিলি-এর দাম ৩৩ টাকা, আমুল গোল্ডের এক লিটারের দাম বেড়ে ৬৬ টাকা হয়েছে। আমুল গরুর দুধের ৫০০ মিলি দাম এখন ২৮ টাকা আর এক লিটার আমুল গরুর দুধের দাম এখন ৫৬ টাকা। Amul A2 Buffalo Milk 500 ml এর দাম বেড়েছে ৩৫ টাকা এবং Amul A2 Buffalo Milk ১ লিটারের দাম বেড়েছে ৭০ টাকা।