নয়া দিল্লি: লখনউয়ের গোমতীনগর এলাকায় এক দুধ বিক্রেতার সিসিটিভির ভিডিও ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। রবিবার লখনউতে দুধ ডেলিভারির আগে দুধে থুথু ফেলার অভিযোগে অভিযুক্ত এক দুধওয়ালাকে আটক করা হয়েছে, পুলিশ জানিয়েছে, তার বাড়িতে লাগানো সিসিটিভিতে ঘটনাটি দেখার পর একজন গ্রাহক অভিযোগ দায়ের করার পর।
ওই দুধ বিক্রেতার নাম পাপ্পু ওরফে মহম্মদ শরীফ। পুলিশে অভিযোগ করেছে লভ শুক্লা নামের এক ব্যক্তি। তিনি দাবি করেছেন, তাঁর বাড়িতে দুধ দিতে এসে এই কাণ্ড ঘটিয়েছেন। এই দুধ তিনি বাড়িতে ব্যবহারের পাশাপাশি পুজোর কাজেও ব্যবহার করে বলে জানিয়েছেন।
স্টেশন হাউস অফিসার (এসএইচও) ব্রিজেশ তিওয়ারি সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, "অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনা সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে"। পুলিশ জানিয়েছে, শনিবার সকালে গোমতী নগরের বিনয় খন্দের বাসিন্দা লাভ শুক্লা সিসিটিভি ফুটেজটি দেখেন। তিনি তাৎক্ষণিকভাবে গোমতী নগর থানায় অভিযোগ দায়ের করেন।
যারা ওই দুধ বিক্রেতার থেকে দুধ নিতেন, সিসিটিভি ফুটেজ দেখার পর তাঁরা রীতিমতো আতঙ্কিত। সিসিটিভি ফুটেজে দুধের বালতি নিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে মহম্মদকে। দুধ দেওয়ার আগে বালতির ঢাকনা খুলে তাতে থুতু ফেলল সে। তারপর আবার ঢাকনা দিয়ে বাক্সটি বন্ধ করে দিল। সেই দুধই দেওয়া হল সংশ্লিষ্ট গ্রাহককে। (এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ)।
খাদ্যদ্রব্যে থুতু ফেলা এবং প্রস্রাব মেশানোর অভিযোগের পর গত বছর উত্তরপ্রদেশ সরকার একাধিক নির্দেশিকা জারি করেছিল। সেপ্টেম্বরে, সাহারানপুর জেলার একটি খাবারের দোকানে এক কিশোরের রুটি তৈরির সময় রুটির উপর থুতু ফেলার একটি ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যার ফলে মালিককে গ্রেফতার করা হয়েছিল।