নয়াদিল্লি: এবার কোভিড-১৯ আক্রান্তদের চিকিত্সায় ‘কোভিহল্ট’ ব্র্যান্ড নামে বাজারে ফ্যাভিপিরাভির ড্রাগ নিয়ে এল লুপিন। ভারতে একেকটি ‘কোভিহল্ট’ ট্যাবলেটের দাম পড়বে ৪৯ টাকা। এটি মৃদু থেকে মাঝারি মাত্রার উপসর্গ থাকা করোনা আক্রান্তদের চিকিত্সায় দেওয়া যেতে পারে বলে জানা গিয়েছে। দেশের অন্যতম বড় ওষুধ প্রস্তুতকারী সংস্থাটি রেগুলেটরি ফাইলিং-এ বলেছে, ফ্যাভিপিরাভির জরুরি প্রয়োজনে ব্যবহারের ছাড়পত্র পেয়েছে দেশের ওষুধ বিষয়ক নিয়ামক সংস্থা ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার (ডিজিসিআই) থেকে। তারা বলেছে, প্রয়োগের সুবিধার কথা বিবেচনা করে কোভিহল্ট-এর ডোজের শক্তি নির্ধারণ করা হয়েছে। ২০০ মিলিগ্রামের ১০টি ট্যাবলেটের একটি স্ট্রিপ মিলবে।
লুপিন প্রেসিডেন্ট-ইন্ডিয়া রিজিয়ন ফর্মুলেশনস রাজীব সিবল বলেছেন, তাঁদের কোম্পানির বিশ্বাস, তারা যক্ষ্মার মতো ব্যাপক হারে কমিউনিটির মধ্যে ছড়িয়ে পড়া রোগের রাশ টেনে ধরায় নিজস্ব অভিজ্ঞতা কাজে লাগাতে পারে, ভারতব্যাপী রোগীদের কাছে পৌঁছতে পারে, নিজেদের শক্তিশালী বিতরণ নেটওয়ার্ক ও মাঠে-ময়দানে কাজ করা কর্মীবাহিনীর মাধ্যমে কোভিহল্ট সহজে মেলা সুনিশ্চিত করতে পারে।
এদিন বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) লুপিনের শেয়ার দর ০.৩২ শতাংশ বেড়ে হয়েছিল ৯৪৩.৭০ টাকা।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট আরেক প্রথম সারির ওষুধ নির্মাতা কোম্পানি সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজও মৃদু ও মাঝারি উপসর্গ থাকা কোভিড-১৯ সংক্রমিতদের চিকিত্সায় ফ্লুগার্ড ব্র্যান্ড নাম দিয়ে ফ্যাভিপিরাভির বাজারে ছেড়েছে। ভারতে তাদের প্রতিটি ট্যাবলেটের দাম ৩৫ টাকা।
ভারতে কোভিড-১৯ চিকিত্সায় ‘কোভিহল্ট’ ব্র্যান্ড নামে ফ্যাভিপিরাভির ওষুধ ছাড়ল লুপিন, একেকটি ট্যাবলেট ৪৯ টাকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Aug 2020 07:48 PM (IST)
তারা বলেছে, প্রয়োগের সুবিধার কথা বিবেচনা করে কোভিহল্ট-এর ডোজের শক্তি নির্ধারণ করা হয়েছে। ২০০ মিলিগ্রামের ১০টি ট্যাবলেটের একটি স্ট্রিপ মিলবে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -