আইজল: চিনের তৈরি কেনবো মোটরবাইক নিষিদ্ধ করল মিজোরাম সরকার। রাজ্যে চোরাচালান আটকাতেই এই সিদ্ধান্ত বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। মূলত সীমান্ত এলাকাগুলিতে ওই বাইকে করে চোরাচালান হচ্ছে বলে জানিয়েছে একাধিক নিরাপত্তা বাহিনী। তার পরেই এই সিদ্ধান্ত নেয় প্রশাসন।
মিজোরাম পুলিশ সূত্রের খবর, চম্পাই, সিয়াহ-সহ সীমান্তবর্তী জেলাগুলিতে কেনবো মোটরসাইকেলের রমরমা বাড়ছে। সেই সঙ্গে বেড়েছে চোরাচালান। প্রশাসনের এক আধিকারিকের কথায়, ’’এই ধরনের মোটরবাইকগুলি বিদেশে তৈরি। বিপুল সংখ্যক এই অনথিভুক্ত দ্বিচক্রী যানকেই পাচারের মাধ্যম করে নিয়েছে চোরাচালানকারীরা। মাদক থেকে শুরু করে অস্ত্রশস্ত্র সব কিছুরই চোরাচালান হচ্ছে এই কেনবো বাইকের মাধ্যমে।‘‘
প্রশাসন সূত্রের খবর, মিজোরামের সঙ্গে বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্ত রয়েছে। এছাড়া অসম, ত্রিপুরা ও মনিপুর মিজোরামের লাগোয়া। এই সীমান্ত ও সীমাগুলি দিয়ে মূলত মেথামফেটামিন জাতীয় ট্যাবলেট যা মূলত পার্টি ট্যাবলেট বলে পরিচিত, পাচার হয়। বাংলাদেশ লাগোয়া সীমান্তের নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিএসএফ এবং মায়ানমার সীমান্তের দায়িত্বে অসম রাইফেলস। করোনা সংক্রমণের কারণে সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও গত ১ জুলাই পর্যন্ত ২৯ কোটি টাকার চোরাই সামগ্রী আটক করেছে সীমান্ত রক্ষীবাহিনীগুলি।