১৭ বছরের মধু আর্যের বাবা কানহাইয়ালাল পেশায় মুচি। স্থানীয় বাস স্ট্যান্ডের ফুটপাথে বসে জুতো সেলাই করেন তিনি। বিজ্ঞান বিভাগে মধু ৫০০-র মধ্যে পেয়েছে ৪৮৫ নম্বর। মেধা তালিকায় তৃতীয় হয়েছে সে। রোজ ভোর চারটেয় ঘুম থেকে উঠত মধু। পড়ত ৮ থেকে ১০ ঘণ্টা। লকডাউনে সুবিধেই হয়েছে তার, সারাক্ষণ পড়াশোনা করেছে। সে বলেছে, সরকার যদি একটু সাহায্য করে, তবে সে তার চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণ করতে চায়। গর্বিত করতে চায় বাবা মাকে। এখন সে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।
মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান মধুকে টুইট করে অভিনন্দন জানিয়েছেন। জানিয়েছেন, তার স্বপ্নপূরণে সবরকম সাহায্য করবে রাজ্য সরকার।
Education Loan Information:
Calculate Education Loan EMI