নয়া দিল্লি: অনেকক্ষেত্রেই তাঁরা কারও কারও জীবনে 'ভগবান'। প্রাণ হাতে নিয়ে যেমন কাজ করেন তাঁরা, সেই প্রাণ ফিরিয়ে দেওয়ার শেষ চেষ্টা করে চলেন অবিরামভাবে। সেই চিকিৎসকদের নিগৃহের নানা খবর সংবাদস শিরোনামে আসে। তবে এবার উল্টো ঘটনা। এক সত্তোরোর্ধ্ব বৃদ্ধকে হাসপাতালের ভিতরে মারধরের অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। 

মধ্যপ্রদেশের ছত্রপুরের জেলা হাসপাতালের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় লাইন এড়িয়ে যাওয়ার অভিযোগে ৭৭ বছর বয়সী এক বৃদ্ধকে টেনে-হিঁচড়ে থাপ্পড় মারছেন এক চিকিৎসক।  ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ইতিমধ্যেই ওই হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ১১.৩০ টার দিকে ঘটনাটি ঘটে, যখন নওগাঁর বাসিন্দা উধবলাল যোশী তার স্ত্রীর চিকিৎসার জন্য জেলা হাসপাতালের ওপিডিতে যান। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, সেই সময় ডাঃ রাজেশ মিশ্র কর্তব্যরত ছিলেন এবং অন্যান্য রোগীদের দেখছিলেন। তবে বেশ কিছুটা দেরি হওয়ায় উধবলাল দ্রুত পরীক্ষা করার অনুরোধ করেন বলে চিকিৎসককে। তিনি বলেন যে তাঁর স্ত্রীর শরীর ভাল নেই। যদি একটু তাড়াতাড়ি দেখে দেওয়া যায়। এর ফলে তর্ক-বিতর্ক শুরু হয় বলে খবর। 

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ডাঃ মিশ্র এবং রেড ক্রস কর্মী হিসেবে পরিচিত আরেকজন ব্যক্তি উধবলাল যোশীকে ওপিডির বাইরে টেনে নিয়ে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে যে ডাক্তার সত্তরোর্ধ বৃদ্ধকে চড় মারছেন।

এরপর সংবাদমাধ্যমে ৭৭ বছর বয়সি বৃদ্ধ জানান,  তিনি একটি বৈধ স্লিপ নিয়ে লাইনে অপেক্ষা করেছিলেন কিন্তু যখন তার পালা আসে তখন ডাক্তার তাঁকে হেনস্থা করে। যদিও তাঁর অভিযোগ অস্বীকার করে, হাসপাতালের সিভিল সার্জন জিএল আহিরওয়ার বলেন যে জায়গাটিতে অতিরিক্ত ভিড় ছিল এবং ডাঃ মিশ্র আপত্তি জানান কারণ বৃদ্ধ লাইন ভেঙেছিলেন। 

বিষয়টি খতিয়ে দেখার জন্য আগে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু ভিডিওটি পর্যালোচনা করার পর, ডাঃ আহিরওয়ার নিশ্চিত করেছেন যে  চিকিৎসক বৃদ্ধকে শারীরিকভাবে হেনস্থা করেছিলেন। এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন যে রেড ক্রস কর্মী, তাঁর মুখ অস্পষ্ট হলেও চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।