নয়াদিল্লি: ‘আ স্যুটেবল বয়’ নিয়ে তুঙ্গে বিতর্কের প্রেক্ষাপটে লাভ জেহাদের ইস্যু টেনে আসরে বিজেপি। ধর্মস্থানে শ্যুটিং নিয়ে কঠোর হচ্ছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। শিবরাজ সিংহ চৌহানের সরকার জানিয়ে দিয়েছে, ধর্মস্থান ও ইতিহাসের দিক থেকে গুরুত্বপূর্ণ স্থানগুলিতে সিনেমা, সিরিয়ালের শ্যুটিং হলে নজরদারি চালানো হবে। শ্যুটিংয়ের প্রতিটি দৃশ্য রেকর্ডিং করা হবে বলে জানিয়েছে তারা।


 মীরা নায়ার পরিচালিত ওয়েব সিরিজ ‘আ স্যুটেবল বয়’। যা নেটফ্লিক্সে সম্প্রচারিত হচ্ছে। ছবির একটি দৃশ্য়ে দেখা গিয়েছে, ভজন চলাকালীন একটি মন্দিরে হিন্দু মেয়েকে চুম্বন করছে একটি মুসলিম ছেলে। আর এই দৃশ্যে নিয়েই আসরে নেমেছে বিজেপি। হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ তোলেন বিজেপি-র যুব মোর্চার সর্বভারতীয় সম্পাদক গৌরব তিওয়ারি। টুইটে তিনি লেখেন, এ ধরনের দৃশ্য ‘লাভ জেহাদ’-কে প্রশ্রয় দিচ্ছে। এরপরই নেটফ্লিক্স-এর দুজন কর্মকর্তার বিরুদ্ধে  ধর্মীয় আবেগে আঘাতের অভিযোগে রেওয়াতে এফআইআর দায়ের করা হয়। ঘটনাচক্রে বিক্রম শেঠের একই নামের উপন্য়াসকে  আশ্রয় করে তৈরি মিনি সিরিজের শ্যুটিং হয়েছিল খারগোন জেলার মহেশ্বর মন্দিরে।


রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানান, “এখন থেকে কোনও হেরিটেজ ভবন, ধর্মস্থানে ছবির শ্যুটিং হলে তার রেকর্ডিং করবে সরকার। প্রশাসনিক আধিকারিকদের এ বিষয়ে নজরদারি চালাতে নির্দেশও দেওয়া হয়েছে।  ধর্মস্থানে আপত্তিকর, অশালীন দৃশ্য়ের শ্যুটিং হলে ছবির প্রযোজক এবং পরিচালকের দোষী সাব্যস্ত করে ব্যবস্থা নেওয়া হবে।” ‘আ স্যুটেবল বয়’ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই দৃশ্য খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ধর্মীয় আবেগের বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।


যদিও রাজ্য়ের পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত লোকজনের অভিমত, এতে বিনোদন দুনিয়া ছবির শ্যুটিংয়ের জায়গা হিসাবে মধ্যপ্রদেশে আসতে দ্বিধা করবে। কংগ্রেস মুখরাত্র জেপি ধানোপিয়ার অভিমত, গাইডলাইন বেঁধে দেওয়া ভাল পদক্ষেপ, কিন্তু মতপ্রকাশর অধিকারকে খর্ব করে হওয়া উচিত নয়। নজরদারির আড়ালে নীতিপুলিশের মতো আচরণ করবে রাজ্য়ের বিজেপি  সরকার।