ভোপাল: লকডাউনের মধ্যে হেঁটে মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশে ফেরার মাঝে পথেই সন্তান প্রসব করলেন এক পরিযায়ী মহিলা শ্রমিক। সংবাদসংস্থা সূত্রে খবর, মহারাষ্ট্রের নাসিক থেকে মধ্যপ্রদেশের সতনায় নিজের গ্রামে ফিরছিলেন মহিলা।
তাঁর স্বামী জানান, সন্তান প্রসব করার পর, মাত্র দুঘণ্টার জন্য বিশ্রাম নেন তাঁর স্ত্রী। তারপর ফের হাঁটতে শুরু করেন তাঁরা। ওই অবস্থায় প্রায় ১৫০ কিলোমিটার হেঁটে নিজেদের গ্রাম উঁচেহারায় পৌঁছন মহিলা ও তাঁর স্বামী।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই মধ্যপ্রদেশ প্রশাসন দম্পতির জন্য একটি বাসের বন্দোবস্ত করে। স্থানীয় বিডিও জানিয়েছেন, মহিলা ও সদ্যোজাতের সব রকম শারীরিক পরীক্ষা করা হয়েছে। দুজনই সুস্থ আছেন।
মঙ্গলবার উত্তরপ্রদেশেও এধরনের একটি ঘটনা ঘটে। সেখানেও ললিতপুর জেলায় রাস্তার ধারে সন্তানপ্রসব করেন এক মহিলা। পেশায় শ্রমিক ওই মহিলা মধ্যপ্রদেশের ধর থেকে প্রায় ৫০০ কিলোমিটার হেঁটে উত্তরপ্রদেশে নিজেদের গ্রামে যাচ্ছিলেন। কিন্তু পথে প্রসবযন্ত্রণা ওঠায় তিনি সোমবার রাতে বল্লবহাট গ্রামের কাছে সন্তান প্রসব করেন।