কাল থেকে মাধ্যমিক, টোকাটুকি রুখতে ৪২টি ব্লকে বন্ধ রাখা হবে ইন্টারনেট, জানাল মধ্যশিক্ষা পর্ষদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 17 Feb 2020 03:26 PM
প্রেক্ষাপট
কলকাতা: কাল থেকে শুরু হচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা হবে ২,৮৩৯টি কেন্দ্রে। পরীক্ষা দেবেন ১০,১৫,৮৮৮ জন ছাত্রছাত্রী। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এ কথা জানিয়েছেন।সভাপতি জানিয়েছেন, সাড়ে দশটায় পরীক্ষা...More
কলকাতা: কাল থেকে শুরু হচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা হবে ২,৮৩৯টি কেন্দ্রে। পরীক্ষা দেবেন ১০,১৫,৮৮৮ জন ছাত্রছাত্রী। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এ কথা জানিয়েছেন।সভাপতি জানিয়েছেন, সাড়ে দশটায় পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছবে প্রশ্নের প্যাকেট। ১১টা ৪০-এ প্যাকেট খোলা হবে আর ১১টা ৫০-এ বিলি করা হবে উত্তরপত্র। এবার পরীক্ষায় বসছেন ১০,১৫,৮৮৮ জন ছাত্রছাত্রী, আগের বছরের থেকে ৩৩,০০০ কম। গত বছরগুলিতে পাশের হার বেড়ে যাওয়ায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে বলে সভাপতি জানিয়েছেন। টোকাটুকি রুখতে পরীক্ষা চলাকালীন ৪২টি ব্লকে এ বছর ইন্টারনেট বন্ধ রাখা হচ্ছে। কোনও দরকারে ছাত্রছাত্রী বা তাঁদের অভিভাবকরা যাতে মধ্যশিক্ষা পরিষদে যোগাযোগ করতে পারেন সে জন্য খোলা হচ্ছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর হল, ০৩৩ ২৩৫৯ ২২৬৪ ও ০৩৩ ২৩৫৯ ২২৭৪। পরীক্ষার দায়িত্বে থাকা শিক্ষকশিক্ষিকারা পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ ব্যবহার করতে পারবেন না। পরীক্ষার্থীরাও পারবেন না মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ ও ক্যালকুলেটর ব্যবহার করতে।টালা সেতু ভাঙার বিষয়টি মাথায় রেখে ছাত্রছাত্রীদের যাতে সমস্যায় পড়তে না হয় সেভাবেই পরীক্ষা কেন্দ্র নির্দিষ্ট হয়েছে বলে পর্ষদ সভাপতি জানিয়েছেন।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
কোনও পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তৎক্ষণাৎ তাঁর পরীক্ষা বাতিল করা হবে।