লকডাউনে ঘরবন্দি ম্যাডোনা ইনস্টাগ্রামে পোস্ট করছেন তাঁর কোয়ারান্টাইন ডায়েরি। তিনি জানিয়েছেন, পরীক্ষা করিয়েছিলাম, দেখা গিয়েছে, আমার শরীরে অ্যান্টিবডি রয়েছে। তাই কাল আমি লং ড্রাইভে যাব, জানালা খুলে দেব, করোনার এই বাতাসে শ্বাস নেব। সূর্য নিশ্চয়ই ঝকঝক করবে তখন।
আগামীকাল নতুন একটি দিন, আমি ঘুম থেকে উঠে সম্পূর্ণ অন্যরকম একটা অনুভূতি চাই। বলেছেন ম্যাডোনা।
এর আগে করোনার সময়ে ঘরে থাকার বার্তা দিয়ে ম্যাডোনা কয়েকটি পোস্ট করেন। বিভিন্ন করোনাভাইরাস ত্রাণ তহবিলে দানও করেছেন তিনি।
যদিও আমেরিকার সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল এখনও বলেনি, শরীরে অ্যান্টিবডি থাকার অর্থ একেবারে করোনা আশঙ্কামুক্ত হয়ে যাওয়া কিনা। এ ক্ষেত্রে আর সোশ্যাল ডিসট্যান্সিংয়ের দরকার নেই বলেও তারা জানায়নি।