ট্রেন্ডিং





Maha Kumbh Accident: কুম্ভে মুখোমুখি বাস-গাড়ি! ভয়ঙ্কর দুর্ঘটনায় মুহূর্তে শেষ ১০টি প্রাণ!
Mahakumbh News: প্রয়াগরাজ-মির্জাপুর মহাসড়কের মেজা এলাকায় বোলেরো গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে ১৯ জন আহত হয়েছেন।

প্রয়াগরাজ: প্রয়াগের সঙ্গমে স্নানে যাওয়ার পথে পথে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হল ১০ জন পুণ্যার্থীর। দুর্ঘটনায় জখম হয়েছেন আরও ১৯ জন।
প্রয়াগরাজ জেলা পুলিশ সূত্রে খবর, গতকাল গভীর রাতে প্রয়াগরাজ-মির্জাপুর হাইওয়েতে বাস ও বোলেরো গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান বোলেরো গাড়িতে থাকা ১০ জন পুণ্যার্থী। মৃতদের প্রত্যেকেই ছত্তীসগঢ়ের কোরবা জেলার বাসিন্দা। তাঁরা প্রয়াগের সঙ্গমে পুণ্যস্নানে যাচ্ছিলেন। অন্যদিকে, বাসে থাকা যাত্রীরা সঙ্গমে স্নান সেরে বারাণসী যাচ্ছিলেন। দুর্ঘটনায় ১৯ জন বাসযাত্রীও জখম হয়েছেন।
প্রয়াগরাজ-মির্জাপুর মহাসড়কের মেজা এলাকায় বোলেরো গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষে ১৯ জন আহত হয়েছেন। ছত্তিশগড়ের কোরবা জেলা থেকে গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থল সঙ্গমে স্নান করতে যাচ্ছিলেন ভক্তরা। মধ্যপ্রদেশের রাজগড় জেলা থেকে আসা বাসের সঙ্গে ভক্তদের বোলেরোর সংঘর্ষ হয়।
কিছুদিন আগে মহাকুম্ভ থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দেগঙ্গার তৃণমূল নেতার স্ত্রী ও এক আত্মীয়ার। তৃণমূল নেতা ও তাঁর মেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য উজ্জ্বল দাস, তাঁর স্ত্রী-মেয়ে ও আত্মীয়-সহ ৮ জনের দলটি প্রয়াগরাজে যায়। ফেরার পথে, গতকাল রাতে বিহারের সাসারামে ট্রাকের সঙ্গে তাঁদের গাড়ির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল নেতার স্ত্রী ও এক আত্মীয়ার। গুরুতর আহত তৃণমূল নেতা ও মেয়েকে পাটনার হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিহার রওনা হয়েছেন।
মহাকুম্ভে যাওয়ার পথে, বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে হাওড়ার এক যুবকের। হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দা বুবাই মাইতি। পরিচিত ব্যক্তির বাইকে চেপে যাচ্ছিলেন মহাকুম্ভে। গতকাল বিহারের ঔরঙ্গাবাদে ১৯ নম্বর জাতীয় সড়কে তাঁদের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারে। হাসপাতালে নিয়ে বছর পঁচিশের যুবককে মৃত বলে ঘোষণা করা হয়। অন্যদিকে, কুম্ভমেলায় যাওয়ার সময়, পথ দুর্ঘটনায় মৃত তিন মহিলার দেহ আজ পুরুলিয়ার টামনা থানার গোপলাডি গ্রামে পৌঁছয়। শোকস্তব্ধ প্রতিবেশীরা। মৃতদের বাড়ি যান প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো ও পুরুলিয়া ১ নম্বর ব্লকের BDO.
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে