প্রয়াগরাজ: সংসারজীবনের মায়া ত্যাগ করলেও, পৃথিবীর সুস্থতা কামনা থেকে বিরত নন। ধর্মচর্চার মাঝে তাই পৃথিবীর আরোগ্য কামনাও চালিয়ে যাচ্ছেন। এবারের মহাকুম্ভে তাই অন্যতম আকর্ষণ 'আনাজওয়ালে বাবা'। এই নামকরণ যে এমনি এমনি নয়, তা একনজরেই বোঝা যায়। কারণ নিজের মাথাতেই আনাজ চাষ করে রেখেছেন তিনি। জটার বদলে তাঁর মাথায় সবুজ গাছ। (Maha Kumbh 2025)

উত্তরপ্রদেশের সোনভদ্রে থাকেন এই 'আনাজওয়ালে বাবা'। আসল নাম অমরজিৎ। গত পাঁচ বছর ধরে নিজের মাথায় আনাজ চাষ করছেন তিনি। এখনও পর্যন্ত গম, বাজরা, ছোলা, মটর চাষ করেছেন তিনি। সারাক্ষণই তাঁর মাথায় সবুজ চারা। মহাকুম্ভেও মাথায় গাছ আনাজের গাছ নিয়েই হাজির হয়েছেন তিনি। মেলায় আসার ২৪ দিন আগেই বীজ রোপণ করেছেন বলে জানিয়েছেন। (Anaaj Wale Baba)

গত পাঁচ বছর ধরে নিজের মাথায় চাষ করে আসছেন এই 'আনাজওয়ালে বাবা'। পরিবেশ রক্ষার বার্তা দিতেই এমন কাজ বলে জানিয়েছেন তিনি। পৃথিবীতে সবুজের প্রয়োজনীয়তা তুলে ধরতে চান তিনি। জানিয়েছেন, পৃথিবী শস্যশ্যামল থাক। বন্ধ হোক বৃক্ষনিধন। সুস্থ থাকুক পৃথিবী। 

সংবাদমাধ্যমে 'আনাজওয়ালে বাবা' বলেন, "বৃক্ষনিধনের ক্ষতিকর প্রভাব চাক্ষুষ করেছি আমি। তাই মাথায় চাষ করতে শুরু করি। যেখানেই যাই না কেন, মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করি।" কথা বলতে বলতে কৌটোর ঢাকনা দিয়ে মাথায় গজিয়ে ওঠা চারায় জলও দিতে দেখা যায় তাঁকে। এতে নিজের মাথাও ঠান্ডা থাকে বলে জানিয়েছেন তিনি। 

এবারের মহাকুম্ভে কিলা ঘাটের কাছে রয়েছেন 'আনাজওয়ালে বাবা'। প্রথমে তাঁকে দেখে চমকে গিয়েছিলেন অনেকেই। কিন্তু এই মুহূর্তে তাঁকে ঘিরে ভিড় জমে গিয়েছে রীতিমতো। মেলা শেষ হওয়ার পর আবারও সোনভদ্রে ফিরে যাবেন 'আনাজওয়ালে বাবা'। আবারও পরিবেশ সংরক্ষণে মানুষকে উৎসাহিত করার কাজে নামবেন বলে জানিয়েছেন।

এবারে ১৩ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত কুম্ভমেলা চলবে। ৪০০০ হেক্টর এলাকা জুড়ে হয়েছে আয়োজন। সাধুসন্ত-সহ বছর বছর এই মেলায় কমপক্ষে ৪৫ কোটি মানুষ অংশ নেন। এবারেরকুম্ভমেলায় নানা বেশে হাজির হয়েছেন সাধু-সন্তরা। তাঁদের মধ্যে বিশেষ করে নজর কেড়েছেন 'আনাজওয়ালে বাবা', যিনি পরিবেশ রক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন।