প্রয়াগরাজ: কুম্ভে কোটি কোটি মানুষের ভিড়ে মলমূত্রের থেকে কলিফর্ম ব্যাকটেরিয়ার উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (CPCB)-এর জমা দেওয়া একটি রিপোর্টের পর, প্রয়াগরাজের গঙ্গায় উচ্চ মাত্রার মল-মূত্রের ব্যাকটেরিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (NGT। কেন্দ্রীয় সংস্থার রিপোর্ট মানলেন না। শুধু মানলেন না নয়, কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের অধীনস্থ ওই পর্ষদের রিপোর্টে যা বলা হয়েছে সেই তত্ত্ব উড়িয়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
মহাকুম্ভে পূণ্যস্নান ঘিরে সঙ্গমের জলের গুণগত মান ঘিরে নানান প্রশ্ন উঠেছে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের কাছে জমা দেওয়া সিপিসিবি রিপোর্ট ঘিরে। কেন্দ্রের রিপোর্টে দাবি করা হয়েছে, সঙ্গমের জলে ক্ষতিকারক ব্যাকটেরিয়া রয়েছে। সেই প্রসঙ্গ ঘির বিতর্ক মাথাচাড়া দিতেই এবার সরব হলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
যোগী বলেন, ফিকাল কলিফর্ম ব্যাকটেরিয়ার ‘মহাকুম্ভের মানহানি করতে মিথ্যা প্রচার চলছে। কুম্ভের জল নিয়ে সিপিসিবির রিপোর্ট ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সেখানে দাবি করা হয়, গঙ্গায় কলিফর্মের স্তর প্রতি ১০০ মিলিলিটারে ৭০০,০০০ এমপিএন পার করে গিয়েছে, আর যমুনায় তা প্রতি ১০০ মিলিলিটারে ৩৩০,০০০ এমপিএন পার হয়ে গিয়েছে। যেখানে স্নানের জন্য উপযুক্ত পরিমাণের নিরাপদ সীমা হল, প্রতি ১০০ মিলিলিটারে ৫০০ এমপিএন। কারণ বিভিন্ন হতে পারে। বর্জ্য সংক্রান্ত কোনও লিকেজ বা পশু প্রাণীর বর্জ্য হতে পারে।’
তিনি এও বলেন, জানুয়ারির ১২ থেকে ১৯ তারিখের মধ্যে নমুনা সংগ্রহের ভিত্তিতে এই রিপোর্ট এসেছে।
আগে প্রকাশিত রিপোর্টে বলা হলা হয়েছিল বিভিন্ন সময়ে ওই নির্দিষ্ট এলাকার গঙ্গার জল নিয়ে পরীক্ষা করে দেখা গিয়েছে ফেকাল কোলিফর্ম বেড়েছে অনেকটা। তাই শুধুমাত্র প্রয়াগ সঙ্গমেই নয়, সেখানকার কোনও ঘাটেই জল স্নান করার উপযুক্ত নয় বলেও রিপোর্টে দাবি করা হয়েছে। এও বলা হয়েছে, ব্যাকটেরিয়ার পরিমাণ এবং ঘনত্ব অনেকটাই বৃদ্ধি পেয়েছে। মহাকুম্ভের সময়, বিশেষ করে শুভ দিনগুলিতে, বিপুল সংখ্যক লোক গঙ্গায় স্নান করার ফলে মলের ঘনত্ব বৃদ্ধি পায়। যদিও এলাকার পয়ঃনিষ্কাশন কেন্দ্র (STP) সাধারণত চালু ছিল। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে শাহী স্নান এবং উৎসবের অন্যান্য গুরুত্বপূর্ণ আচার-অনুষ্ঠানের সময় দূষণের মাত্রা বেড়ে যায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে