নয়ডা : উত্তর প্রদেশের নয়ডার একটি সোসাইটির বাসিন্দারা মহাকুম্ভ থেকে আনা জল দিয়ে প্রস্তুত করে ফেলেছেন একটি পুলকে। আবাসনের মধ্যেই তৈরি করে ফেলেছেন মিনি-সঙ্গম । কিন্তু কীভাবে তৈরি হল এমন পুল ?
আবাসনেই 'মিনি-সঙ্গম'
এই সোশাইটির সদস্যরা প্রয়াগরাজ থেকে জল সংগ্রহ করে তাঁদের আবাসনের ভিতরের পুলে ঢেলে দেন। তারপর তারা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন। তারপর স্নান সারেন। বাসিন্দাদের মতে,এতেই পুণ্যলাভের অনুভূতি হচ্ছে তাঁদের। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে , সোসাইটির পুলের চারপাশে জড়ো হয়েছেন বেশ কয়েকজন মহিলা । তাদের "হর হর গঙ্গে" মন্ত্র পড়তেই দেখা গিয়েছে। মহাকুম্ভে স্নানের রীতি মেনে প্রার্থনাও জানিয়েছেন তাঁরা।
ডিজিট্যাল স্নান
কুম্ভ স্নান ঘিরে মানুষের উন্মাদনার শেষ নেই। যাঁরা কুম্ভস্নান করতে চান, অথচ কোনও কারণে যেতে পারেননি, তাঁদের জন্য ডিজিট্যাল স্নানের ব্যবস্থা করিয়েই ভাইরাল হয়েছিলেন এক যুবক। ১,১০০ টাকা ফি দিলেই তিনি কুম্ভে স্নান করাবেন, তবে ভার্চুয়ালি। একটি ছবি পাঠালেই তিনি প্রিন্ট আউট বের করে সঙ্গমে স্নান করিয়ে দেবেন। তাতেই হবে পুণ্য। ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। তবে কতজন সেই ডিজিট্যাল স্নানে অংশ নিয়েছেন, তা অবশ্য জানা যায়নি।
২০২৫ সালের মহাকুম্ভমেলা শেষ হচ্ছে আজই , শিবরাত্রির দিন। ত্রিবেণী সঙ্গমে ভিড় করেছেন দেশ-বিদেশের ভক্তরা। দেশ-বিদেশ থেকে এসেছেন পুণ্যার্থীরা। গত ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রায় ৬০ কোটি মানুষের সমাগম হয়েছে মহাকুম্ভে। মহা শিবরাত্রিতেই মহাকুম্ভের শেষ শাহি স্নান। ত্রিবেণী সঙ্গমে এদিনও তাই পুণ্যার্থীর ঢল প্রত্যাশা মতোই । দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন লাখ-লাখ মানুষ। অগ্নিকাণ্ড ও পদপিষ্টে মৃত্যুর ঘটনা মাথায় রেখে আরও সতর্ক প্রশাসন। মেলার শেষ লপ্তে আর যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিয়ে সতর্ক যোগী সরকার।
আরও পড়ুন : আবারও কেঁপে উঠল মাটি ! মঙ্গলের পর বুধেও ভয়াবহ কম্পন এই দেশে