Capgemini CEO: ওয়ার্ক লাইফ ব্যালেন্স অর্থাৎ কর্মজীবন এবং ব্যক্তিজীবনের ভারসাম্য নিয়ে সাম্প্রতিক কিছু সময় ধরে নানা মহলে আলোচনা তুঙ্গে। ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের নিদান এবং তারপরে লারসেন টার্বো সংস্থার (90 Hour Work Week) সিইও সুব্রহ্মণ্যমের ৯০ ঘণ্টা কাজের মন্তব্য ঝড় তুলেছিল সারা দেশে। আর তারপর থেকে এই বিষয় নিয়ে কমবেশি চর্চা চলছে। এবার ফের একবার এই বিতর্ক উসকে দিলেন ক্যাপজেমিনি সংস্থার (Capgemini CEO) সিইও অশ্বিন ইয়ারডি। সংস্থাগুলি যেখানে চাইছে কর্মীদের দীর্ঘ সময় ধরে কাজ করানো আর সেখানে কর্মীদের কাছে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে কর্মজীবনে স্থিতিশীলতা বজায় রাখতে মানসিক ভারসাম্য (Work Life Balance) বজায় রাখা। তবে এবার অশ্বিন ইয়ারডির বক্তব্যকে ঘিরে নেটিজেনদের প্রশংসার বন্যা লক্ষ্য করা যাচ্ছে। কী বলেছেন তিনি ?


মঙ্গলবার ক্যাপজেমিনি সংস্থার সিইও অশ্বিন ইয়ারডি কর্মীদের কাজের সময় বেঁধে দেওয়ার সপক্ষে নিজের মত জানিয়ে বলেছেন যে সপ্তাহে ৪৭.৫ ঘণ্টা কাজ করলেই যথেষ্ট যে কোনও কর্মীর পক্ষে। মুম্বইতে ন্যাসকম টেকনোলজি এবং লিডারশিপ ফোরাম সম্পর্কে কথা বলতে গিয়ে অশ্বিন ইয়ারডি স্পষ্ট করে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের বিষয়ে নিজের মত জানান এবং উল্লেখ করেন যে কর্মীদের উইকেন্ডে মেল পাঠিয়ে কোনওভাবেই বিরক্ত করা যাবে না। কাজের জগতে ঠিক কতক্ষণ কাজ করলে কর্মীদের জন্য তা আদর্শ, সে সম্পর্কে বলতে গিয়ে ইয়ারডি জানান, '৪৭ ঘণ্টা ৩০ মিনিট সময় প্রতি সপ্তাহে। আমাদের প্রতিদিন সময় থাকে ৯ ঘণ্টা এবং সপ্তাহে ৫ দিন কাজের সময়। বিগত ৪ বছর ধরে আমার এমনটাই আদর্শ এবং মান্যতা ছিল যে উইকেন্ডে কোনও কর্মীকেই যেন মেল না পাঠানো হয় যদি না সপ্তাহান্তে আপনি মনে করেন যে প্রয়োজনীয় কিছু কাজ আপনি করতে পারেন।'


যদিও সিইও নিজে জানিয়েছেন যে সপ্তাহান্তে তিনিও কিছু সময় কাজ করেন, কিন্তু তা সত্ত্বেও কর্মীদের মেল পাঠানো অবান্তর বলেই মনে করেন তিনি। কারণ কর্মীরা নিজেরা যেখানে জানেন যে তারা সপ্তাহান্তে কাজ করতে পারবেন না, সেখানে তাদের মেল পাঠিয়ে বিরক্ত করা উচিত নয়। একই প্রসঙ্গে ন্যাসকমের চেয়ারপার্সন সিন্ধু গঙ্গাধরণ বলেন, 'কাজের ফলাফল বা আউটকামকে বেশি প্রাধান্য দেওয়া উচিত নয় কাজের গুণমানের তুলনায়।' আর একইভাবে ম্যারিকো সংস্থার সিইও সৌগত গুপ্তা এদিন জানান যে তিনি কখনও কোনো কর্মীকে রাত ১১টার পরে মেল পাঠান না।


আরও পড়ুন: Personal Loan : পার্সোনাল লোনে কত করে কাটবে টাকা, ইএমআই-এর হিসেব বুঝুন এভাবে