প্রয়াগরাজ: মহাকুম্ভে পৌঁছলেন শিল্পপতি গৌতম আদানি। ইসকন মন্দিরে প্রার্থনার পর প্রয়াগরাজে ইসকন মন্দিরের শিবিরে গিয়ে নিজের হাতে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিলি করেন তিনি। এবারের কুম্ভমেলায় ইসকন মন্দিরের সঙ্গে যৌথ উদ্যোগে ভক্তদের মহাপ্রসাদ বিলি করছে আদানি গ্রুপ। মহাকুম্ভের প্রথম অমৃত স্নান থেকে শুরু হয়েছে এই শিবির, চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। 


এদিন সকাল ৮টায় ব্যক্তিগত বিমানে আমদাবাদ থেকে প্রয়াগরাজে সস্ত্রীক পৌঁছন শিল্পপতি। এরপর ১৮ নম্বর সেক্টরে অবস্থিত ইসকন ভিআইপি তাঁবুতে পৌঁছন তিনি। সেখান থেকে ইসকন মন্দিরে প্রার্থনা করার পর তিনি সোজা চলে যান ইসকনের রান্নাঘরে। এরপর তীর্থযাত্রীদের মধ্যে প্রসাদ বিতরণ করেন। 


৫ ফেব্রুয়ারি প্রয়াগরাজ যেতে পারেন প্রধানমন্ত্রী মোদি  






৫ ফেব্রুয়ারি প্রয়াগরাজ সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সূত্রের খবর, তার সম্ভাব্য সফরে তিনি অনেক গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প পর্যালোচনা করবেন এবং কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সফরকালে সঙ্গম এলাকা ও আশপাশের এলাকায় নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসনের তরফে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত প্রস্তুতি সময়মতো শেষ করতে হবে।                                 


২৭ জানুয়ারি যাবেন অমিত শাহ  


এছাড়াও ২৭ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাকুম্ভে যেতে পারেন। তার কর্মসূচির সূচি প্রকাশ করা হয়েছে, যার মধ্যে রয়েছে সঙ্গম স্নান, গঙ্গা পূজা এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের জন্য পুলিশসহ অন্যান্য নিরাপত্তা সংস্থা সতর্কতা অবলম্বন করছে। শহরের প্রধান মোড়ে এবং অনুষ্ঠানস্থলে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। শুধু তাই নয়, প্রয়াগরাজে মহাকুম্ভ চলাকালীন ২২ জানুয়ারি যোগী মন্ত্রিসভার বৈঠক হবে।                              


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে