নয়াদিল্লি: মহাকুম্ভে বিপর্যয় নিয়ে বিস্ফোরক সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। '১০০০ জন মানুষ চলে গেছেন, মৃত্য়ুর সঠিক তথ্য দেওয়া হোক। দেহ জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। মহাকুম্ভে কী হয়েছে সংসদে জানানো হোক, তদন্ত হওয়া উচিত। মহাকুম্ভে ভিভিআইপি-র প্রাধান্য, গরিব মানুষের কোনও গুরুত্ব নেই। মহাকুম্ভে এতজনের প্রাণ গেল, শুধু নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে, পুরোটাই আইওয়াশ। এত কোটি মানুষ মহাকুম্ভে আসবে কীভাবে, মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে', মহাকুম্ভ নিয়ে বিস্ফোরক দাবি সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনের।


তথ্য গোপনের পর এবার আরও গুরুতর অভিযোগ। কুম্ভে মৃতদের দেহ জলে ভাসিয়ে দেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ করলেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। এদিন যোগী আদিত্যনাথকে ফের তীব্র নিশানা করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি বলেন, ১৭ ঘণ্টা লাগল সত্য বলতে। যে ৩০ জনের মৃত্যুর কথা বলা হচ্ছে, তাও সত্য নয়। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। মহাকুম্ভে এত বড় বিপর্যয়ের দায় কার? কার গাফিলতি?  এত প্রচারের পরও কেন এমন অবব্যস্থা? যোগী সরকারের বিরুদ্ধে উঠেছে মৃতের সংখ্যা গোপন করার অভিযোগ পর্যন্ত উঠেছে!


এরমধ্যেই এবার কুম্ভে মৃতদের দেহ জলে ভাসিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ করলেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। সমাজবাদী পার্টির  সাংসদ  জয়া বচ্চন বলেন, সব থেকে বেশি দূষিত জল এখন কোথায়? কুম্ভে। তা নিয়ে কেউ কিছু বলছেন না।মৃতদেহ যা জলে ফেলে দেওয়া হয়েছে তাতে জল দূষিত হয়েছে। এই জলই সেখানের মানুষের কাছে পৌঁছছে। এনিয়ে কেউ কিছু বলছেন না। পুরো চোখে ধূলো দেওয়া হচ্ছে। VIP-রা কুম্ভে চলে যান, স্নান করেন, বিশেষ ব্যবস্থা পান। কিন্তু যারা গরিব সাধারণ মানুষ তাদের জন্য কোনও ব্যবস্থা নেই। 


কুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্য়ুর ঘটনায় যোগী আদিত্যনাথকে তীব্র নিশানা করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। উত্তর প্রদেশের  সমাজবাদী পার্টির প্রধান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন, ভাবুন কোটির হিসেব দিচ্ছেন। আর ওখানে যাঁদের প্রাণ গেছে তাঁদের সংখ্য়া দিতে পারছেন না তাঁরা।তাদের (মৃতদের) সংখ্য়া দিতে পারছেন না।  ইনি (যোগী আদিত্যনাথ) প্রথম মুখ্যমন্ত্রী যিনি সত্যকে স্বীকার করছেন না। এদের ১৭ ঘণ্টা লাগল সত্য বলতে, সংখ্য়া বলতে এই যে ৩০ জনের কথা বলেছে, সেটা সত্য নয়।    ১০০ ঘণ্টা পেরিয়ে গেছে। যাঁরা বলছিলেন আমরা ১০০ কোটি মানুষের আসার ব্যবস্থা করেছি তারা কয়েক কোটি মানুষের সঠিকভাবে স্নানও করাতে পারলেন না। বিরোধীরা সুর চড়াচ্ছে, কিন্তু প্রশ্ন হল, আসল তথ্য কী? পদপৃষ্ট হয়ে মৃতের সংখ্য়া ৩০, নাকি আরও বেশি? প্রকৃত তথ্য কি জানা যাবে কখনও? 


 


আরও পড়ুন, ২৮ এই সব শেষ, মহাকুম্ভে গিয়ে সন্তানের মৃত্যু দেখত হল পরিবারকে ! মা-বাবা বলে আর যে কেউ ডাকবে না..


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)