নয়াদিল্লি: মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় সুপ্রিম কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। ঘটনার পর কী পদক্ষেপ নিয়েছে যোগী সরকার, স্টেটাস রিপোর্ট তলব করুক সর্বোচ্চ আদালত, আর্জি মামলাকারীর। সমস্ত রাজ্যকে কুম্ভমেলায় সহায়তা কেন্দ্র খুলতে বলা হোক বলেও সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন মামলাকারী। পাশাপাশি, এই ঘটনার জন্য কারা দায়ী, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে বলা হয়েছে। (Mahakumbh Stampede)


মৌনী অমাবস্যার দ্বিতীয় অমৃত স্নানকে ঘিরে মহাকুম্ভে হুড়োহুড়ি পড়ে যায়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, পদপিষ্ট হয়ে ৩০ জন মারা গিয়েছেন। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। প্রচারের ঢক্কানিনাদের আড়ালে সাধারণ মানুষের নিরাপত্তায় খামতি থেকে গিয়েছে, আধিকারিকরা গাফিলতি দেখিয়েছেন বলেও অভিযোগ উঠছে লাগাতার। (Supreme Court)


সেই আবহেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হল। বিশাল তিওয়ারি নামের এক আইনজীবী আদালতে মামলা করেছেন। তাঁর বক্তব্য, উত্তরপ্রদেশ সরকার প্রয়াগরাজে কী কী ব্যবস্থা করেছিল, ঘটনার পর থেকে কী কী পদক্ষেপ করা হয়েছে, তা নিয়ে বিশদ রিপোর্ট দিতে হবে রাজ্যকে। মেলাপ্রাঙ্গনে প্রত্যেক রাজ্যের পৃথক সুবিধাকেন্দ্র থাকতে হবে, কোথায়-কী রয়েছে, সেই সম্পর্কে বিশদ তথ্য তুলে ধরতে হবে পুণ্যার্থীদের কাছে, সব ভাষায় ঘোষণা হতে হবে বলেও দাবি তাঁর। 


এবারের কুম্ভমেলাকে প্রযুক্তিনির্ভর বলে প্রচার চালানো হলেও, একাধিক ফাঁকফোকর ধরা পড়েছে। মামলাকারী তাই মেলাপ্রাঙ্গনে দিকনির্দেশ সম্বলিত ডিসপ্লে বোর্ড রাখার সুপারিশ করেছেন। মেলাপ্রাঙ্গনে সব রাজ্য থেকে চিকিৎসক, নার্স এবং মেডিক্যাল টিম থাকা উচিত বলেও মত তাঁর, যাতে জরুরি পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবায় কোনও খামতি না থাকে।


মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় প্রশাসনিক গাফিলতির কথাও আদালতে তুলে ধরেছেন মামলাকারী। ভিআইপি-দের পরিষেবা দিতে গিয়ে সাধারণ মানুষের প্রতি অবহেলার অভিযোগও উঠেছে পদপিষ্ট হওয়ার ঘটনায়। সেই নিয়ে মামলাকারীর দাবি, ভিআইপি কালচার বজায় রাখতে গিয়ে সাধারণ মানুষের নিরাপত্তায় আপস চলবে না। প্রবেশ এবং বাহির পথে যথেষ্ট জায়গা থাকা জরুরি। 


বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে  জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন ওই আইনজীবী। দ্রুত মামলার শুনানি যাতে হয় আবেদন জানিয়েছেন তিনি। প্রধান বিচারপতি সেই মতো লেটার অফ আর্জেন্সি জমা দিতে বলেছেন তাঁকে। কেন কোনও মামলার শুনানি দ্রুত করতে হবে, তার কার্যকারণ উল্লেখ করা হয়ে থাকে লেটার অভ আর্জেন্সি-তে। মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। আজ প্রয়াগরাজও যাবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।