ডারবান: আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের এক্স ফ্য়াক্টর কে? বিরাট কোহলি? রোহিত শর্মা? ঋষভ পন্থ? অর্শদীপ সিংহ? না, এঁরা কেউ নন। বরং এবি ডিভিলিয়ার্স বেছে নিলেন কুলদীপ যাদবকে। মেগা টুর্নামেন্টে রোহিত বাহিনীর তুরুপের তাস হতে পারেন ভারতের চায়নাম্য়ান, এমনটাই মনে করেন প্রাক্তন প্রোটিয়া তারকা। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও দুবাইয়ে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ভারত তাঁদের ম্য়াচগুলো খেলবে দুবাইয়ের মাটিতে। আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্য়াচে খেলতে নামবে ভারত। 


সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে চ্যাম্পিয়ন্স ট্রফি ও ভারতীয় ক্রিকেট নিয়ে কথা বলতে গিয়ে এবিডি বলেন, ''কুলদীপ যাদব ভারতীয় দলে রয়েছে। আমি নিশ্চিত ভারতীয় ক্রিকেট দলের জন্য আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ও এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারে। ভারত তাঁদের ম্য়াচগুলো খেলবে দুবাইয়ের মাটিতে। সেখানে কিন্তু স্পিনিং ট্র্যাকে খেলা হবে। তাই কুলদীপের লেগস্পিন ওখানে ব্যাটারদের কাছে আতঙ্কের কারণ হয়ে উঠতে পারে।'


ভারত যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে, সেখানে কুলদীপ যাদবকে একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসেবে নেওয়া হয়েছে। এছাড়া দলে আছেন রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর পটেলও। কুলদীপের দ্রুত গতির স্পিন ভারতের জন্য সত্যিই কার্যকরী হতে পারে দুবাইয়ে। 


আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলি হবে দুবাইয়ে। পাকিস্তানের মাটিতে হবে বাকি দলগুলির ম্যাচ। তবে পাক ভূখণ্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি আদৌ সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ, পাকিস্তানে স্টেডিয়ামের কাজ এখনও অনেকটাই বাকি বলে খবর। এত বড় প্রতিযোগিতা আয়োজনের উপযুক্ত পরিকাঠামো পাকিস্তানের আছে কি না, তা নিয়েও রয়েছে প্রশ্ন।


গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়েও প্রচুর সমস্যা ছিল । সূত্রের খবর, টি-২০ বিশ্বকাপে তহবিলের হিসেব নিয়েও প্রশ্ন রয়েছে । যা নিয়ে চাপেই ছিলেন অ্যালার্ডাইস । এর মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে গোলমাল। জানা গিয়েছে, রাওয়ালপিন্ডি ও করাচির স্টেডিয়ামের দুরাবস্থা নিয়ে আইসিসিকে কিছু জানাননি অ্যালার্ডাইস । সেই কারণেই তিনি পদত্যাগ করলেন কি না, তা নিয়ে জোর জল্পনা চলছে ।


আরও পড়ুন: রঞ্জিতে প্রত্যাবর্তন ম্য়াচেই বদলে যাচ্ছে বিরাটের ব্যাটিং পজিশন? কী বলছেন দিল্লি অধিনায়ক?