মুম্বই: প্রবল গরমে খোলা আকাশের নীচে সরকারি অনুষ্ঠান। মহারাষ্ট্রে (Maharastra) হিট স্ট্রোকে (Heatstroke) মৃত্যু হল ১১ জনের। অসুস্থ আরও কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন। গোটা দেশের একাধিক রাজ্যে তাপপ্রবাহ চলছে। এর মধ্যেই নভি মুম্বইয়ে (Navi Mumbai) মহারাষ্ট্র সরকারের ‘মহারাষ্ট্র ভূষণ পুরস্কার’ অনুষ্ঠান চলছিল।


মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে-সহ একাধিক মন্ত্রী। প্রশাসন সূত্রে খবর, অনুষ্ঠান দেখতে খোলা আকাশের নীচে ভিড় জমান বহু মানুষ। ওখানেই বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। ১১ জনের মৃত্যু হয়। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। 


গতকাল অর্থাৎ রবিবার নভি মুম্বইয়ের তাপমাত্রা ছিল প্রায় ৩৮ ডিগ্রি। এরইমধ্যে ‘মহারাষ্ট্র ভূষণ পুরস্কার’ অনুষ্ঠান চলছিল। সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে অনুষ্ঠান। জানা গিয়েছে। নভি মুম্বাইয়ের একটি বিশাল মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বহু মানুষের সমাগম হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সকাল ১১.৩০ মিনিটে শুরু হয়ে চলে। এই দীর্ঘ সময়ে তীব্র রোদের কারণেই বিপত্তি ঘটে। 


এদিন তাপপ্রবাহের জেরে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। তাঁদের দেখতে হাসপাতালে পৌঁছন আদিত্য ঠাকরে, অজিত পাওয়ার। 





তীব্র গরমে কাবু ছোট থেকে বড়। রাজ্যেও ইতিমধ্যেই একটি মৃত্য়ুর ঘটনাও ঘটেছে। ঘরে ঘরে গলা ব্যথা, সর্দি-কাশি, ভাইরাল ফিভারের দাপট। এই সময় সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। চিকিৎসকরা বলছেন, এই সময় নিজের চিকিৎসা নিজে করলে বাড়তে পারে বিপদ।


আরও পড়ুন: Haldia: তীব্র গরমে তেতে উঠেছে ভূ-পৃষ্ঠের বায়ুস্তর, তাপপ্রবাহের মধ্য়েই মেসো টর্নেডোর দেখা