নয়াদিল্লি: আর জি কর-কাণ্ড নিয়ে তোলপাড়ের মাঝেই এবার মহারাষ্ট্রের স্কুলে ২ শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল। এর মধ্যে এক শিশুর মা-বাবাকে থানার ভিতরে ১১ ঘণ্টা বসিয়ে রেখে এফআইআর নেওয়ার বিস্ফোরক অভিযোগ করলেন মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলনেতা ও কংগ্রেসের শীর্ষ নেতা বিজয় ওয়াদেত্তিওয়াড়। বদলাপুরের ঘটনা বাংলায় চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনার চেয়েও আরও গর্হিত বলে বলে দাবি করেছেন তিনি।


দোষীরা ছাড় পাবে না : মুখ্যমন্ত্রী শিন্ডে


এদিন হাজার হাজার বিক্ষোভকারী বদলাপুর স্টেশনে রেলপথ অবরোধ করে। মূলত মহারাষ্ট্রের স্কুলে ২ শিশুকে যৌন নিগ্রহের অভিযোগে উত্তাল হয় ওই এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে শেষ অবধি পুলিশ লাঠিচার্জ করে বলে জানা গিয়েছে। অনেক ক্ষুব্ধ অভিভাবক স্কুলে ভাঙচুর চালায়। মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী বলেন, সিনিয়র আইপিএস অফিসারের নের্তৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠনের নির্দেশ দিয়েছেন। এবং মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, ওই স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মামলাটির দ্রুত বিচার হবে। দোষীরা ছাড় পাবে না।


অভিযুক্তের বিরুদ্ধে মৃত্য়ুদণ্ডের দাবি


বদলাপুর স্টেশন এদিন পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে 'হায় হায়' স্লোগান দিতে দেখা গিয়েছে। অভিযুক্ত ঝাড়ুদারের মৃত্য়ুদণ্ডের দাবি করা হয়েছে। মহারাষ্ট্রের স্কুল শিক্ষামন্ত্রী বলেছেন, স্কুলগুলিতে বিশাখা কমিটি গড়ে তোলা হবে। স্কুলের সিসিটিভিগুলি যদি সক্রিয় না হয়, তাঁদের বিরুদ্ধেও ব্য়বস্থা নেওয়া হবে। বদলাপুর স্কুলে একটি নোটিশ জারি করা হয়েছে। সেখানের অধ্যক্ষ, একাধিক শিক্ষক-সহকারী কর্মীদের বরখাস্ত করা হয়েছে। 


ঠিক কী হয়েছিল ?


দেশ জুড়ে যখন RG Kar কাণ্ডে প্রতিবাদ চলছে, ঠিক তখনই ভয়াবহ অভিযোগ ওঠে মহারাষ্ট্রের স্কুলে। মহারাষ্ট্রের থানে এলাকার একটি স্কুলের ২ শিশুকে নিগ্রহের অভিযোগ ওঠে। অভিযুক্ত সাফাইকর্মীর বিরুদ্ধে FIR দায়ের হতেই, তাঁকে গ্রেফতার করা হয়। অভিযোগ প্রকাশ্যে আসতেই, কর্তৃপক্ষের বিরুদ্ধে পথে নামে অভিভাবকরা। এরপরেই ক্ষোভের বহিঃপ্রকাশ ক্রমশ বড় আকার নেয়। মঙ্গলবার সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে বদলাপুর। অভিভাবকদের সঙ্গে প্রতিবাদে যোগ দেয় সাধারণ মানুষও।  বিক্ষোভকারীদের আটকাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের। যদিও শেষ অবধি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।


আরও পড়ুন, RG Kar কাণ্ডে মুখ খুললেন সুখেন্দুশেখর, 'সত্যের পথ থেকে কেউ আমাকে সরাতে পারবে না..'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।