মুম্বই : রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মহারাষ্ট্রে কার্ফু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ১৪ এপ্রিল আজ রাত ৮টা থেকে শুরু এই বিধিনিষেধ।চলবে পয়লা মে পর্যন্ত। কীসে নিষেধাজ্ঞা, কী কী বিষয়ে ছাড় দিয়েছে উদ্ধব ঠাকরের সরকার ?


কদিন ধরেই জল্পনা চলছিল। শেষে রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও কড়া পদক্ষেপের পথে হাঁটে উদ্ধব সরকার। শক্ত হাতে করোনা দমনে গত ৬ এপ্রিলের থেকেও কঠিন সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে কার্ফু জারি করা হলেও অত্যাবশ্যকীয় পণ্যকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। ৩৮ মিনিটের বক্তব্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কার্ফুর ফলে ক্ষতিগ্রস্তদের জন্য ৫৪৭৬ কোটি টাকার 'রিলিফ প্যাকেজ'-এর ব্যবস্থা করেছে রাজ্য সরকার।


আজ বুধবার রাত থেকেই ১৪৪ ধারা জারি হবে মহারাষ্ট্রে। সেখানে যুক্তিযুক্ত কারণ ছাড়া কোনও মানুষ রাস্তায় বেরোতে পারবেন না। সব প্রতিষ্ঠানের পাশাপাশি জনবহুল স্থানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ১মে পর্যন্ত সিনেমা, সিরিয়াল ও বিজ্ঞাপনের শ্যুটিংয়ের ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা।কেবল কাজের দিনে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত অত্যবশ্যকীয় পণ্য পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। বিয়েবাড়িতে ২৫ জনের বেশি জমায়েত করা যাবে না। তবে ছাড় দেওয়া হয়েছে গণপরিবহণের মতো বিষয়গুলি। সেখানে বাস, ট্রেন পরিষেবা চালু রাখা হয়েছে। এখানেই শেষ নয়। কার্ফু থেকে ছাড় দেওয়া হয়েছে, সব্জি, ফল, বেকারি ও প্রয়োজনীয় জিনিসপত্রে কেনাকাটার ওপর। এই বিক্রেতাদের ওপর কোনও নিষেধাজ্ঞা জারি হয়নি।


করোনা পরিস্থিতির মোকাবিলায় রাজ্যের স্বীকৃত ৫ লক্ষ ফেরিওয়ালাদের ১৫০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। একই অঙ্কের টাকা দেওয়া হবে ১২ লক্ষ অটোচালককে। ১২ লক্ষ আদিবাসী পরিবারকে একমাসের জন্য ২ হাজার টাকা করে 'খবতি কর্জ' (স্বল্প ঋণ, যা কৃষির জন্য দেওয়া হয় না) দেওয়া  হবে। নিরাশ করা হয়নি ইমারতি কর্মীদেরও। ১২লক্ষ স্বীকৃত ইমারতি কর্মীদের জন্য মাসে ১৫০০ টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।


গতকালই ৫৪৭৬কোটি টাকার রিলিফ প্যাকেজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেখানে খাদ্য সুরক্ষা যোজনার সুবিধাভোগীদের জন্য ৩কেজি গম ২ কেজি চাল দেওয়ার কথা ঘোষণা করেছে উদ্ধব সরকার। আগামী ১ মাস এই খাদ্যশস্য বিনামূল্যে বিতরণ করবে মহারাষ্ট্র সরকার। এছাড়াও 'শিব ভোজন থালি'র ব্যবস্থা করা হয়েছে। যেখানে একমাসে ২ লক্ষ থালি বিনামূল্য বিতরণ করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।


 


মহারাষ্ট্রের কার্ফুতে কাদের ছাড়পত্র



  • এসেনশিয়াল ক্যাটিগরিতে যারা পড়ছেন তাদের ছাড় দেওয়া হয়েছে।
    ই-কমার্স (অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ ও পরিষেবায় যারা জড়িত তাদেরই ছাড়)
    গণপরিবহণ (বিমান, ট্রেন, ট্যাক্সি, অটো রিক্সা, বাস)
    পেট্রোল পাম্প, আরবিআই-এর সঙ্গে যুক্ত পরিষেবাকে অত্যাবশ্যকীয় ধরা হয়েছে
    এছাড়াও সেবি-র সঙ্গে যুক্ত অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলিকে ছাড়পত্র
    ইমারত তৈরির কাজে ছাড়পত্র
    ছাড়পত্র পেয়েছে পশু চিকিসালয়, পশুদের জন্য খাবারের দোকান ও পশু পরিচর্যার স্থান
    কূটনৈতিক সরকারি অফিসে ছাড়
    স্থানীয় সব পাবলিক সার্ভিসে ছাড়
    বিয়ের অনুষ্ঠানে কেবল ২৫ জন উপস্থিত থাকতে পারবেন
    অন্ত্যেষ্টিতে ২০ জনের বেশি যেতে পারবেন না
    ইমারত তৈরির ক্ষেত্রে ছাড়পত্র। তবে শ্রমিকদের কাজের স্থানেই থাকতে হবে।


 


কার্ফুতে কাদের ছাড় দেওয়া হয়নি



  • সিনেমা হল, খেলার মাঠ, জিম, সুইমিং পুল বন্ধ থাকবে
    রেস্তোরাঁ, পানশালা বন্ধ থাকলেও হোম ডেলিভারি চালু থাকবে
    সিনেমা, সিরিয়াল, বিজ্ঞাপনের শ্যুটিং বন্ধ
    সমুদ্রতট, বাগান এরকম সব পাবলিক স্পেসে নিষেধাজ্ঞা
    ধর্মীয় স্থানে জমায়েতে নিষেধাজ্ঞা
    রাজনৈতিক কার্যকলাপে নিষেধাজ্ঞা
    স্যালোঁ ,স্পা , বিউটি পার্লার সব বন্ধ রাখতে হবে
    কোনও ছাত্রের পরীক্ষা থাকলে কেবল একজন অভিভাবক তার সঙ্গে রাস্তায় বেরোতে পারবেন
    সব স্কুল, কলেজ বন্ধ রাখা হয়েছে
    নিষেধাজ্ঞা জারি হয়েছে প্রাইভেট কোচিং ক্লাসে

  •