সাংবাদিক সম্মেলনে যথেষ্টসংখ্যক আসন না পাওয়ার পর তাঁরা কী করবেন, শিবসেনার হাত ধরার কথা ভাবছেন কিনা, প্রশ্ন করা হলে শরদ বলেন, শিবসেনার সঙ্গে বোঝাপড়ার প্রশ্নই ওঠে না। শিবসেনার সঙ্গী হওয়া শিবসেনার নীতি নয়।
শরদ আরও বলেন, বিরোধীরা খেটেছে, কঠোর পরিশ্রম করেছে। কংগ্রেস-এনসিপি ও শরিকরা তাদের সেরাটা দিয়েছে। তাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। ক্ষমতা আসে, আবার চলেও যায়। কিন্তু একটা লক্ষ্য, উদ্দেশ্যের প্রতি দায়বদ্ধ থাকা জরুরি। আমরা মানুষকেও আমাদের ভালবাসা দেওয়ায় ধন্যবাদ জানাই। তাঁকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা বলেছে, একটা গুরুত্বপূর্ণ দিক হল, যারা আমাদের ত্যাগ করেছে, তাদের মানুষ গ্রহণ করেছি। যারা চলে গিয়েছে, তাদের দলত্যাগে লাভ হয়নি।
ভোটপ্রচারের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধীদের উদ্দেশে যে ‘ডুব মরো’ মন্তব্য করেছিলেন, তারও নিন্দা করেন শরদ। মহারাষ্ট্রের মানুষ ‘অব কি বার, ২০০ পার’ স্লোগান প্রত্যাখ্যান করেছেন বলেও দাবি করেন তিনি।