মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনের বয়ান নিয়েছে পুলিশ। তাঁর বাড়ির কাজের লোক ও আত্মীয়দের বয়ান নেওয়ার পাশাপাশি কথা বলা হচ্ছে তাঁর সহ অভিনেতা অভিনেত্রী ও প্রযোজনা সংস্থাগুলির সঙ্গে। ১১ ঘণ্টা জেরা করা হয়েছে তাঁর কথিত বান্ধবী রিয়া চক্রবর্তীকে। এর মধ্যে লোকজন সোশ্যাল মিডিয়ায় ধিক্কার দিচ্ছেন মহেশ ভট্টকে, প্রকাশ্যে এসেছে তাঁর সঙ্গে রিয়ার ২ বছর আগের ঘনিষ্ঠ ছবি।

ছবিতে দেখা যাচ্ছে, রিয়ার কাঁধে মাথা রেখে বসে আছেন মহেশ। অন্যটিতে তাঁরা পাশাপাশি বসে আছেন খাটে, মহেশ দুহাতে ধরে আছেন রিয়াকে। রিয়া নিজেই ইনস্টাগ্রামে ২ বছর আগে এই সব ছবি পোস্ট করেন। এই সব ছবির সঙ্গে মহেশকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছিলেন, হ্যাপি বার্থডে মাই বুডঢা। আপনি আমাকে ভালবেসে সামলিয়েছেন, ভালবেসেছেন, উড়তে শিখিয়েছেন। আপনি এমন মানুষ যিনি অন্যদের আলো দেন।



নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, ঠাকুর্দার বয়সী মহেশের সঙ্গে রিয়ার এত মাখামাখির কারণটা কী। কোথা থেকে সাহস পেলে বলিউডে একেবারে আনকোরা, সদ্য তরুণী একটি মেয়ে মহেশের মত প্রবীণ পরিচালককে বুডঢা বলে সম্বোধন করেন। তাঁরা সুশান্তের আত্মহত্যার জন্য মহেশকেই দায়ী করেছেন, তাঁদের বক্তব্য, মহেশের কথাতেই সুশান্তের পাশ থেকে সরে যান রিয়া। তাঁকে ঠেলে দেওয়া হয় আত্মহত্যার পথে।