Bihar Elections 2025 : সব জল্পনার অবসান। বিহার বিধানসভা নির্বাচনে লোকসঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুরকে (Maithili Thakur) প্রার্থী করল বিজেপি। আলিনগর থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। আজ বিজেপি দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে। যেখানে ১২ জন প্রার্থীর মধ্যে নাম রয়েছে এই 'ভাইরাল' সিঙ্গারের।
মৈথিলীকে কেন প্রার্থী ?
বিজেপি এই দ্বিতীয় তালিকায় উল্লিখিত ১২টি বিধানসভা আসনের মধ্যে নয়টিতে নতুন প্রার্থী দিয়েছে। রাজনীতির বিশ্লেষকরা বলছেন, মৈথিলী ঠাকুরের মনোনয়ন বিজেপির একটি কৌশলগত পদক্ষেপ। তরুণদের মধ্যে মৈথিলীর জনপ্রিয়তা কাজে লাগিয়ে মিথিলাঞ্চল অঞ্চলে তার জনপ্রিয়তাকে আরও জোরদার করতে চাইছে গেরুয়া শিবির। এখানেই আলিনগর একটি গুরুত্বপূর্ণ লড়াইয়ের জায়গা বলে মনে করছে বিজেপি।
যোগদানের পরই কী বলেন মৈথিলী
বিজেপিতে যোগদান করেই এদিন মৈথিলী বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কাজে আমি মুগ্ধ। আমি এখানে সমাজের সেবা করতে ও বিহারের উন্নয়নে অবদান রাখতে এসেছি।" মঙ্গলবার যোগদানের পর ঠাকুর আরও বলেন, জনসেবার মাধ্যমে মৈথিলী ঐতিহ্যকে আগামী দিনে তুলে ধরব।
আরও কোন হেভিওয়েট হয়েছেন প্রার্থী
দ্বিতীয় তালিকায় অন্যান্য গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন ভারতীয় পুলিশ পরিষেবা (আইপিএস) আধিকারিক আনন্দ মিশ্র, যিনি বক্সার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন; রোসরা থেকে বীরেন্দ্র কুমার ও ছাপড়া থেকে ছোটি কুমারী নির্বাচনে লড়বেন।
আগের কোন বিধায়ক পেলেন টিকিট
বিজেপির প্রার্থী তালিকা অনুযায়ী, দুইজন বিধায়ক আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছেন। তারা হলেন হায়াঘাটের বিধায়ক রামচন্দ্র প্রসাদ ও রোসেরার বিধায়ক বীরেন্দ্র কুমার।
আগের কারা পেলেন না টিকিট
বিজেপি বারহের বিধায়ক জ্ঞানেন্দ্র সিং জ্ঞানু এবং আরও দুই বিধায়ক - ছাপরার বিধায়ক সিএন গুপ্তা এবং গোপালগঞ্জের বিধায়ক কুসুম দেবীকে এবার টিকিট দেয়নি বিজেপি। রাম চন্দ্র প্রসাদ হায়াঘাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং রাকেশ ওঝা শাহপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মৈথিলীর কেন্দ্রে হবে জোরদার লড়াই
লোকশিল্পীর কেন্দ্র আলিনগর বিহার নির্বাচনে হেভিওয়েট প্রতিযোগিতার জায়গা। যেখান থেকে তিনি ভাগ্য পরীক্ষা করবেন, সেখানে গত নির্বাচনে ভিআইপি প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। কেদারনাথ সিং বানিয়াপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেখানে আগের নির্বাচনেও ভিআইপি প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল।
নতুন কারা প্রার্থী হলেন
এবার বিজেপির মহেশ পাসোয়ান আগিয়াওন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেখান থেকে পাঁচ বছর আগে জনতা দল (ইউনাইটেড) বা জেডি(ইউ) প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মৈথিলী ঠাকুর, মিশ্র ও কুমারী ছাড়াও নয়জন নতুন মুখ সহ বিজেপির অন্যান্য নতুন প্রার্থীরা হলেন রঞ্জন কুমার, সুভাষ সিং, কেদারনাথ সিং, সিয়ারাম সিং, মহেশ পাসোয়ান এবং রাকেশ ওঝা।