হিন্দিতে আরেকটি ট্যুইটে সোনু লিখেছেন, তরুণ প্রজন্মের শক্তির ওপরই আমাদের ভবিষ্যত্ নির্ভর করছে।ওদের উদ্যমকে ইতিবাচক রাস্তায় এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। যুবকরা সরকারকে নিজেদের দাবি জানাতে চাইলে অন্যায় কোথায়? আমাদের বিশ্বাস, আলোচনা হবে, পড়ুয়াদের স্বার্থেই সিদ্ধান্ত নেওয়া হবে। জেইই, নিট স্থগিত হোক।
প্রসঙ্গত, দেশব্যাপী পড়ুয়াদের একাংশ সরকারকে অতিমারী আবহে জেইই, নিট পরীক্ষা পিছতে আবেদন করেছে, আরেক অংশের অবশ্য অভিমত, পরীক্ষা আরও পিছলে একটা শিক্ষাবর্ষ নষ্ট হবে।
এর মধ্য়েই আবার সোনুর পাঠানো স্মার্টফোন হাতে পেয়েছেন মোরনির কোটি গ্রামের সরকারি সিনিয়র সেকেন্ডারি স্কুলের পড়ুয়ারা। ওদের পড়াশোনার জন্য় সোনুর দেওয়া স্মার্টফোনগুলি স্কুলের প্রিন্সিপালের কাছে পৌঁছে দিয়েছেন অভিনেতার বন্ধু করন গিলহোত্র। সোনু ট্যুইটে এ খবর দিয়ে লিখেছেন, ছাত্রদের সাহায্য করতে পেরে ভাল লাগছে। অনলাইন ক্লাস করার জন্য় পড়ুয়াদের স্মার্টফোন হাতে পেতে দেখে আমার দিনটা দারুণ ভাবে শুরু হল। করন গিলহোত্র, পড়েগা ইন্ডিয়া তো বড়েগা ইন্ডিয়া। পডু়য়াদের এই প্রয়োজনটা আমাদের নজরে আনায় হিনা রোহতাকিকেও ধন্যবাদ।
এই প্রথম নয় যে, সোনু সমাজের প্রান্তিক ছেলেমেয়েদের পড়াশোনায় সাহায্য করলেন। এর আগে তিনি হিমাচল প্রদেশের একটি পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন, যারা ঘরের বাচ্চাদের অনলাইন ক্লাসের জন্য গরু বেচে সেই টাকায় স্মার্টফোন কিনেছিল।