Baghpat Religious Event Deaths: ‘লাড্ডু মহোৎসব’ চলাকালীন বিপত্তি, বাগপতে মঞ্চ ভেঙে পড়ে নিহত ৬, আহত ৫০

Uttar Pradesh Jain Event: পুলিশ জানিয়েছে, ভগবান আদিনাথের মন্দিরে লাড্ডু নিবেদন করতে জড়ো হয়েছিলেন শত শত মানুষ।

Continues below advertisement

বাগপত: ধর্মীয় সমাবেশ চলাকালীন মঞ্চ ভেঙে বিপত্তি উত্তরপ্রদেশে। প্রাণ হারালেন ছ’জন। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। আহতদের মধ্যে রয়েছেন মহিলা, রয়েছে শিশুরাও। বেশি ওজন সইতে না পেরেই মঞ্চ ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। শুরু হয়েছে উদ্ধারকার্য। শোকের ছায়া এলাকায়। (Baghpat Religious Event Deaths)

Continues below advertisement

মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের বাগপতের বাগুরে এই দুর্ঘটনা ঘটেছে। জৈন সম্প্রদায়ের তরফে সেখানে ‘লাড্ডু মহোৎসবে’র আয়োজন করা হয়েছিল। কয়েকশো মানুষ সেই উপলক্ষে জমায়েত করেন। তাঁদের জন্য বাঁশের মঞ্চ বাঁধা হয়েছিল। লোকজনসমেত সেই মঞ্চই ভেঙে পড়ে। (Uttar Pradesh Jain Event)

পুলিশ জানিয়েছে, ভগবান আদিনাথের মন্দিরে লাড্ডু নিবেদন করতে জড়ো হয়েছিলেন শত শত মানুষ। ধর্মীয় সমাবেশে উপস্থিত ছিলেন জৈন সন্ন্যাসীরাও। এত সংখ্যক মানুষের ওজন সইতে পারেনি বাঁশের তৈরি অস্থায়ী মঞ্চটি। সবসুদ্ধ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপে অনেকে আটকেও গিয়েছেন বলে জানা যাচ্ছে। শুরু হয়েছে উদ্ধারকার্য।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান পুলিশ আধিকারিকরা। বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসা চলছে তাঁদের। ঘটনাস্থলে পৌঁছেছে ১০০-র বেশি অ্যাম্বুল্যান্স। এখনও ধ্বংসস্তূপ থেকে বের করা হচ্ছে পুণ্যার্থীদের।

বাগপতের জেলাশাসক অস্মিতা লাল বলেন, “গত ৩০ বছর ধরে এই ধর্মীয় সমাবেশের আয়োজন করা হচ্ছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা চিকিৎসাধীন রয়েছে। প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পেয়েছেন ২০ জন পুণ্যার্থী।” এই ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জেলার অধিকারিকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন তিনি। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন।

বাগপতের পুলিশ প্রধান অর্পিত বিজয়বর্গীয় জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় অ্যাম্বুল্যান্স। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের। অল্প চোট পেয়েছেন যাঁরা, তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুণ্যার্থীরা জানিয়েছেন, আদিনাথের নির্বাণপ্রাপ্তি উপলক্ষে প্রতিবছর এই অনুষ্ঠানের আয়োজন হয়। এদিন যেই না সন্ন্যাসীরা লাড্ডু নিবেদন করতে যান, মঞ্চ ভেঙে পড়ে।

Continues below advertisement
Sponsored Links by Taboola