বছরদেড়েক ধরে প্রেম করছেন মালাইকা-অর্জুন। গতকাল অর্জুন জানিয়েছিলেন তাঁর করোনা আক্রান্ত হওয়ার কথা।
আর এবার মালাইকা লিখেছেন, আজ আমি করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে, তবে আপনাদের জানাতে চাই, আমি ভাল আছি। আমি অ্যাসিম্পটম্যাটিক, সব বিধিনিষেধ মেনে চলছি, চিকিৎসক ও প্রশাসনের নির্দেশ মেনে বাড়িতেই কোয়ারান্টাইন থাকব। আপনারা সকলে নিরাপদে থাকুন।
গতকালও এক সাক্ষাৎকারে মালাইকা জানান, তাঁর করোনা পজিটিভ এসেছে। আরও সুস্বাস্থ্যের অধিকারী হয়ে ফিরে আসবেন তিনি।
দিনকয়েক আগে মালাইকার ডান্স রিয়্যালিটি শোয়ের ৭-৮ জন ইউনিট মেম্বার করোনা পজিটিভ হন। ফলে বন্ধ করে দেওয়া হয় শ্যুটিং। সেট থেকে তিনি করোনা আক্রান্ত হয়েছেন কিনা এখনও পরিষ্কার নয়। তাঁর আবাসনের একজন করোনা আক্রান্ত হওয়ায় জুন মাসে আবাসন সিল করে দেওয়া হয়েছিল।