দিশা জানিয়েছেন, আজই ছবিটির ট্রেলার মুক্তি পাবে। ৭ ফেব্রুয়ারি আসতে চলেছে মালাঙ্গ। পরিচালনা করছেন মোহিত সুরি। দিশা-আদিত্যর পাশাপাশি ছবিতে রয়েছেন অনিল কপূর ও কুণাল খেমু। দেখুন দিশা-আদিত্যর আগামী ছবি মালাঙ্গ-এর পোস্টার
ABP Ananda, Web Desk | 06 Jan 2020 11:46 AM (IST)
৭ ফেব্রুয়ারি আসতে চলেছে মালাঙ্গ। পরিচালনা করছেন মোহিত সুরি।
মুম্বই: শিগগিরই মুক্তি পাবে দিশা পাটানি ও আদিত্য রায় কপূরের ছবি মালাঙ্গ। প্রেম ও প্রতিশোধের এই গল্পের নয়া পোস্টার মুক্তি পেয়েছে। আর তা চমকে দিয়েছে দর্শকদের। দেখুন মালাঙ্গ-এর পোস্টার