কলকাতা: ইংরাজি মাধ্যম স্কুল বাড়ানোর উপর গুরুত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি ব্লকে ইংরাজি মাধ্যম তৈরি করা হবে বলে জানান তিনি।


মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ইংলিশ মিডিয়ামের মাধ্যমে আরও শিক্ষার আলো পৌঁছে দিতে চাই। তাই প্রতিটি ব্লকে একটি করে ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করা হবে। সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের ছেলে-মেয়েরা সেখানে পড়াশোনা করবে।


উল্লেখ্য, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম রাজ্যে ইংরাজি মাধ্যম স্কুল তৈরি হয়। প্রাথমিকভাবে ১৬০ জন পড়ুয়া নিয়ে যাত্রা শুরু করে সেই স্কুল। বেহালার বেচারাম চ্যাটার্জি স্ট্রিটে রাজ্যের প্রথম সরকারি ইংরেজি মাধ্যম হাই স্কুলের উদ্বোধন করেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রাথমিকভাবে সেই সময় স্কুল শিক্ষা দফতর জানিয়েছিল, ১০০টি ইংরাজি মাধ্যম স্কুল হবে। 


প্রসঙ্গত, করোনা আবহে গত বছর মার্চ মাস থেকে বন্ধ হয় স্কুল।  ছাত্রছাত্রীদের পড়াশোনার অভ্যেস যাতে নষ্ট না হয়, তার জন্য টেলিফোনের মাধ্যমে পঠনপাঠনের ব্যবস্থা করে স্কুলশিক্ষা দফতর। একটি টোলফ্রি নম্বরের ব্যবস্থা করা হয়, যার মাধ্যমে ছাত্রছাত্রীদের শিক্ষকদের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেওয়া হয়। প্রাথমিকভাবে নবম ও দশম শ্রেণির ছাত্রছাত্রীরা জন্য এই সুযোগ করে দেওয়া হয়। চলতি বছর ফেব্রুয়ারি মাসে ফের স্কুল খুললেও, দ্বিতীয় ঢেউয়ের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে শ্রেণিকক্ষের পঠনপাঠন। 


এদিকে করোনা পরিস্থিতির জেরে বাতিল হয়ে গিয়েছে চলতি বছরের একাদশ শ্রেণির পরীক্ষা। করোনার পরিস্থিতিতে এবার নিজের স্কুলেই হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা না দিয়েই দ্বাদশে উত্তীর্ণ করার নির্দেশিকা জারি করেছে সংসদ। ক্লাস শুরু হলে ৩ মাসের মধ্যে শেষ করতে হবে সিলেবাস। বিজ্ঞপ্তি দিয়ে জানায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 


বিবৃতি জারি করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানায়, এবছর ২০২১ সালের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা কোভিড পরিস্থিতি ও অন্যান্য কারণে বাতিল করা হলো। একাদশ শ্রেণির পরীক্ষার্থীদের দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করার জন্য প্রত্যেক স্কুলের প্রধানকে আবেদন করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হোম ভেন্যুতে হবে।