তিনি লিখেছেন, গালোয়ান উপত্যকায় শহিদ সাহসী ছেলেদের পরিবারকে আমার আন্তরিক শোক, সমবেদনা জানাই। দুঃখের সঙ্গে বলছি, ওঁদের দুজন আমাদের রাজ্যের। ওঁরা সবাই দেশের জন্য যে চরম বলিদান দিয়েছেন, কোনওভাবেই তার ক্ষতিপূরণ সম্ভব নয় বা স্বজনহারা শোকার্ত পরিবারের যন্ত্রণা, ক্ষতি পুষিয়ে দেওয়া যায় না। এই কঠিন সময়ে আমাদের এই ভূমিপুত্রদের আত্মীয়দের পাশে আমরা রয়েছি। নিহতদের দুজনের পরিবারপিছু একজনকে চাকরি, ৫ লক্ষ টাকা সাহায্য দেব আমরা। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, দেশের স্বার্থে চরম দায়িত্ব পালন করতে গিয়ে গালোয়ান উপত্যকায় শহিদ হওয়া তিন ভারতীয় সেনা জওয়ানের সাহসকে কুর্ণিশ জানাই। সাহসী মানুষগুলোর পরিবারকে জানাই সমবেদনা। ঈশ্বর যেন এই কঠিন সময় মোকাবিলার শক্তি দেন ওঁদের।
নিহত জওয়ান রাজেশ ওঁরাওকে শ্রদ্ধা জানিয়ে তাঁর বাবা-মাকে সমবেদনা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। দেশ তাঁদের পাশে আছে বলে জানিয়েছেন তিনি। রাজ্যপাল বলেছেন, আমাদের সেনাবাহিনীর যোগ্য জবাব ব্যর্থ হবে না। শূন্য ডিগ্রি তাপমাত্রায় আমাদের সার্বভৌমত্ব রক্ষায় চরম বলিদানের জন্য দেশ ওঁদের কাছে ঋণী। আমরা যেন সবসময় মনে রাখি, আমাদের সশস্ত্র বাহিনী যে কোনও বলিদানের জন্য সদা প্রস্তুত থাকে বলে আমরা নিরাপদে আছি।