CM Mamata Delhi Visit Live: রাহুলের উপস্থিতিতে সনিয়া গাঁধীর সঙ্গে সদর্থক বৈঠক, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
CM Mamata Banerjee Delhi Visit Live Updates:আটের দশকে রাজীব গান্ধীর হাত ধরেই জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান!তারপর অবশ্য গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে।
কেন্দ্রীয় সরকারের উচিত সংসদে পেগাসাস নিয়ে জবাব দেওয়া, সনিয়া গাঁধীর সঙ্গে বৈঠকের পর সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিজেপিকে হারানোর জন্য সবাইকে একসঙ্গে জোট বেঁধে লড়তে হবে। আমি লিডার নই, আমি ক্যাডার। সনিয়া গাঁধীর সঙ্গে বৈঠক শেষে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। রাহুলের উপস্থিতিতে সনিয়া গাঁধীর সঙ্গে সদর্থক বৈঠক হয়েছে। করোনা থেকে পেগাসাস, সব ইস্যুতেই কথা হয়েছে, বৈঠক শেষে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গোটা দেশের রাজনৈতিক মহলের নজর যে বৈঠকের দিকে, তা শুরু হল। ১০ জনপদে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর বাসভবনে তাঁর বৈঠক শুরু হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কীভাবে বিভিন্ন রাজ্যে বিজেপি বিরোধী লড়াই হবে, তার রূপরেখা তৈরি হতে পারে এই বৈঠকে।
১০ জনপদে সনিয়ার গাঁধীর বাসভবনে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বৈঠক। তাদের 'চায়ে পে চর্চায়' থাকতে পারেন রাহুল গাঁধীও।
সনিয়া গাঁধীর সঙ্গে বৈঠকের আগে জোট নিয়ে আশাবাদী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর প্রত্যাশা, বিজেপির বিরুদ্ধে সবাই একজোট হোক, চান সনিয়া গাঁধীও। পাশাপাশি লড়াইয়ের মুখ কে হবেন, তা পরে দেখা যাবে, বলেও মনে করছেন তিনি।
আর কিছুক্ষণ পরেই সনিয়া গাঁধীর সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস সভানেত্রীর সঙ্গে বৈঠকের আগে দিল্লিতে কৌশল-বৈঠক তৃণমূল সুপ্রিমোর। সনিয়ার সঙ্গে বৈঠকে থাকতে পারেন রাহুল গাঁধীও।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শেষে বিরোধী জোট হবে বলেই আশা প্রকাশ করেছেন তৃণমূল সাংসদরা।
এরপর সনিয়া গাঁধীর সঙ্গে বৈঠক করবেন মমতা। আগামী লোকসভা নির্বাচনের আগে জাতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
তৃণমূলের সংসদীয় দলের বৈঠক শেষ। বৈঠকে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর উজ্জীবিত তৃণমূল সাংসদরা। তাঁদের দাবি, জাতীয় রাজনীতিতে বিরোধী মুখ হিসেবে উঠে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায়ের বাসভাবনে তৃণমূলের সংসদীয় দলের বৈঠক চলছে। রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। এরপর সাংবাদিক বৈঠক করতে পারেন তৃণমূল নেত্রী
দিল্লিতে অভিষেকের বাসভবন থেকে রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুখেন্দুশেখরের বাসভবনে তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে বৈঠক করবেন দলনেত্রী।
গতকাল নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পরে সন্ধ্য়ায় অভিষেক মনু সিঙ্ঘভির সঙ্গে মমতা বন্দ্য়োপাধ্যায়ের সাক্ষাৎ করেছিলেন। এর আগে গতকাল বিকেল ৪টে পর প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় । গতকাল দুপুরে কংগ্রেস নেতা কমল ও আনন্দ শর্মা মমতার সঙ্গে দেখা করেন। তাঁদের সঙ্গেও কিছুক্ষণ বৈঠক হয়।
গতকাল মমতা বলেছিলেন, সনিয়া গাঁধীর সঙ্গে 'চায়ে পে চর্চা' হবে।
আজ সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব ও এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গেও মমতা সাক্ষাৎ করবেন।
বিধানসভা ভোটে জিতে আসার পর প্রথমবার গতকাল দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের জন্য আরও ভ্যাকসিন এবং অনেকদিন ধরে আটকে থাকা রাজ্যের নামবদলের বিষয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
বিকেলে সনিয়া গাঁধীর সঙ্গে বৈঠকের পর, সন্ধেয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ সকালে সুখেন্দুশেখর রায়ের বাড়িতে তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সাংবাদিকদের সঙ্গে চা-চক্রে মিলিত হবেন তৃণমূল নেত্রী
আজই অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভা ভোটে জিতে আসার পর, প্রথমবার গতকাল দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লির সফরসূচি অনুযায়ী, বুধবার বিকেল সাড়ে ৪টের সময় ১০ জনপথে সনিয়া গাঁধীর সঙ্গে বৈঠক করবেন তৃণমূল নেত্রী।
প্রেক্ষাপট
নয়াদিল্লি ও কলকাতা: আজ কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক। তার আগে গতকাল দিল্লিতে তিন কংগ্রেস নেতা কমলনাথ, আনন্দ শৰ্মা এবং অভিষেক মনু সিঙ্ঘভির সঙ্গে বৈঠক করলেন তৃণমূল নেত্রী। আগামী লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধিতার লক্ষ্যে কি কাছাকাছি আসবে কংগ্রেস ও তৃণমূল? তুঙ্গে জল্পনা।
বিধানসভা ভোটে বামদের সঙ্গে জোট করে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছিল কংগ্রেস। কিন্তু ২০২৪-এর লোকসভা ভোটের আগে বৈরিতা ভুলে ফের কাছাকাছি আসতে চলেছে দু’পক্ষ।
মঙ্গলবার দুপুরে, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা কমলনাথ, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ আনন্দ শৰ্মা এবং সন্ধেয় কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিঙভির সঙ্গে বৈঠক হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আটের দশকে রাজীব গান্ধীর হাত ধরেই জাতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান!তারপর অবশ্য গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে।কংগ্রেস ছেড়ে তৃণমূল তৈরি করে, আজ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি বিরোধী অন্যতম প্রধান মুখ।
২০১৮ সালের ২৮ মার্চ দিল্লিতে শেষবার মুখোমুখি হন সনিয়া-মমতা।এবারের বৈঠকের আগে তৃণমূল নেত্রীর গলায় বিজেপি বিরোধী জোট গঠনের ডাক।
তাঁর এই ডাককে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন, শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হয়, কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে গেছে, ওদের গেল কি গেল না, তাতে কোনও প্রভাব পড়বে না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -