কলকাতা: নন্দীগ্রাম কেন্দ্রে গণনা নিয়ে হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  গণনায় কারচুপি সহ একাধিক অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করলেন বিধানসভা ভোটে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারপতি কৌশিক চন্দর এজলাসে আগামীকাল শুনানির সম্ভাবনা। 


সহজ অঙ্কের নিয়মে ঠিক এক মাস ১৫ দিন। বিধানসভা নির্বাচনের ফলে ঘোষণা হয় গত ২ মে। আর আজ ১৭ জুন। ফল ঘোষণার  দেড় মাস পর নন্দীগ্রামে গণনায় কারচুপির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেই অবশ্য তৃণমূলের তরফে গণনায় কারচুপি হয়েছে বলে দাবি করা হয়। নন্দীগ্রামে পুনর্গণনার দাবিতে নির্বাচন কমিশনকেও চিঠি দিয়েছিল তৃণমূল। চিঠিতে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়,  ভোটগণনা চলাকালীন তা থামিয়ে দেওয়া হয়েছিল। এমনকী নির্বাচন কমিশনের পক্ষ থেকে তা জানানো হয়নি।  এই ফাঁকেই ইভিএমে কারচুপি করা হয়েছে। ভুয়ো ও বাতিল ভোটও বিজেপির হয়ে গোনা হয়েছে। ব্যালট বাক্স এবং ভোটগণনায় কারচুপি রয়েছে। পোস্টাল ব্যালটও ভুলভাবে গোনা হয়েছিল।


নন্দীগ্রাম। ২০২১ বিধানসভা নির্বাচন। এবং এর গোটা প্রেক্ষাপট। কোনও রাজনীতি-নির্ভর সিনেমা স্ক্রিপ্টের থেকে কম চিত্তাকর্ষক নয়। হাইভোল্টেজ একুশের বিধানসভা নির্বাচন। যাঁর এপিসেন্টার নন্দীগ্রাম কেন্দ্র। রাজ্য তো বটেই, সারা দেশের নজর ছিল ওই কেন্দ্রে। তার অন্যতম কারণ, একদা ছায়াসঙ্গী শুভেন্দু অধিকারীর সঙ্গে সম্মুখ সমরে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ফল ঘোষণার দিনও নন্দীগ্রাম নিয়ে উত্তেজনা কম ছিল না।২ মে-র সন্ধে পেরিয়ে গিয়েছে তখন। একের পর এক কেন্দ্রের ফলাফল সামনে আসতে শুরু করেছে।  নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন না হেরেছেন তা নিয়ে যেন ধোঁয়াশা কাটতেই চাইছে না। সংবাদসংস্থা ANI একসময় জানিয়ে দেয় শুভেন্দু অধিকারীকে হারিয়ে নন্দীগ্রামে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১২০০ ভোটের ব্যবধানে। পরে সময় আর একটু গড়াতে জানা যায়, হেরে গিয়েছেন তিনি। ১৭৩৬ ভোটে।