কলকাতা: মহারাষ্ট্রের সরকারি অনুষ্ঠানে গরমের কারণে মারা গিয়েছেন ১১ জন। বহু মানুষ অসুস্থ হয়েছেন। এই ঘটনা এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে একাধিক বিষয়ে তোপ দাগেন তিনি। তারই মধ্যে মহারাষ্ট্রের প্রসঙ্গ নিয়েও সরব হয়েছেন তিনি।
কী বলেছেন মমতা:
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'নেতারা থাকবেন ছাউনি, এসির তলায়, মিটিং করবেন। আর কাঠফাটা রোদে মানুষকে বাইরে বসিয়ে রাখবে। যাঁরা সভা ছেড়ে যেতে চাইছিল, তাঁদেরও যেতে দেওয়া হয়নি। আমার মিটিংয়ে আপনারা লক্ষ্য করবেন, আমি যখন দেখি কেউ যেতে যায়, আমি বুঝি নিশ্চয়ই তাঁর কোনও আর্জেন্সি আছে, অথবা তাঁর কষ্ট বচ্ছে। আমাদের মিটিংয়ে আমরা হ্যাঙ্গার করি সবার জন্য। যাতে মানুষও হ্যাঙ্গারের তলায় বসতে পারেন। ১১জন মারা গেলেন। ছশোর উপর মানুষ অসুস্থ হলেন। ক ফোঁটা চোখের জল ঝরেছে অমিত শাহের।'
মহারাষ্ট্রে কী ঘটনা?
প্রবল গরমে খোলা আকাশের নীচে সরকারি অনুষ্ঠান আয়োজন হয়েছিল মহারাষ্ট্রে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ অমিত শাহ। উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ।
‘মহারাষ্ট্র ভূষণ পুরস্কার’-এর অনুষ্ঠানে দর্শক হিসেবে যোগ দেওয়ার জন্য বহু মানুষ আগের দিন রাত থেকেই সেখানে ভিড় জমিয়েছিলেন। এদিকে মহারাষ্ট্রে তাপপ্রবাহ (Heatwave) চলছে। সেখানেই প্রবল গরমের মধ্যে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে দর্শকদের। অনুষ্ঠান দেখতে হয়েছে। সেখানেই গরমের কারণে অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ। হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে ১১ জনের। অনেকেই হাসপাতালে ভর্তি। তাঁদের দেখতে হাসপাতালে পৌঁছন আদিত্য ঠাকরে, অজিত পাওয়ার। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।
রোদ ও তাপপ্রবাহ নিয়ে এর আগেও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকদিন ধরে বাংলাতেও তাপপ্রবাহ চলছে। এখানেও বারবার প্রবল গরমে সাবধানে চলার বার্তা দিয়েছেন মমতা (Mamata Banerjee)। রবিবার এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-এর সঙ্গে এক্সক্লুসিভ কথোপকথনে তিনি এই সোমবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি দেওয়ার সরকারি বিজ্ঞপ্তির কথাও জানিয়েছেন। ওই বক্তব্যের পরেই সরকারের তরফে এই এক সপ্তাহ ছুটি রাখার কথা বলে বিজ্ঞপ্তি জারি করা হয়।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের স্বস্তির মধ্যেই অভিষেককে নোটিস ধরাল সিবিআই