কলকাতা: নোবেল উদ্ধার করতে পারেনি সিবিআই (CBI)। কবিগুরুর জন্মদিনে সেই প্রসঙ্গ তুলে সিবিআইকে খোঁচা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
কী বলেছেন মুখ্যমন্ত্রী:
মুখ্যমন্ত্রী বলেন, 'রবীন্দ্রনাথের নোবেল এখনও উদ্ধার হয়নি, এখনও দুঃখ হয়। বাম আমলের ঘটনা, সিবিআই মামলা সম্ভবত ক্লোজ করে দিয়েছে।' ওই চুরির ঘটনায় আদৌও সমস্ত তথ্যপ্রমাণ রয়েছে কিনা তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী (Chief Minister)।
বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'সিবিআই প্রথম থেকে তদন্তভার পেলে এত দুরবস্থা হতো না।' এদিনই আবার বিস্ফোরক দাবি করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, 'কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজ্য সরকার তদন্তে বাধা করেছে। আজকে জিজ্ঞাসা করছে নোবেল কোথায়। মমতা বন্দ্যোপাধ্যায় খুঁজে দিন। উনি তো বলেছিলেন নোবেল কেউ খুঁজে না পেলে, উনি খুঁজে দেবেন। বাংলার সব চুরির সঙ্গে তৃণমূল জড়িত। নোবেল চুরির সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত।'
বামের কটাক্ষ:
মুখ্যমন্ত্রীকে কটাক্ষ সিপিএম (CPIM) নেতা শমীক লাহিড়ির। তিনি বলেন, 'উনিই তো সিবিআই চেয়েছিলেন। এতদিন সরকার চালানোর পর কী করলেন? সিবিআইয়ের সঙ্গে কো-অর্ডিনেট করেনি কেন?'
আরও পড়ুন: ‘নোবেল চুরির সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত’, ২৫শে বৈশাখে বিস্ফোরক রাহুল সিনহা