হাথরসে যারা অপরাধী তাদের এনকাউন্টার করা উচিত। যেখানেই ঘটুক, এইরকম ঘটনা সমর্থনযোগ্য নয়। আজ ঝাড়গ্রামে চায়ে পে চর্চা কর্মসূচিতে উত্তর প্রদেশের হাথরসের ঘটনা সম্পর্কে এই মন্তব্য করেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। হাথরস ধর্ষণ-খুন, টুইটে নিন্দা মমতার, দোষীদের এনকাউন্টার করা হোক, দাবি লকেটের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Oct 2020 12:11 PM (IST)
হাথরসের অপরাধীদের এনকাউন্টার করা হোক, দাবি করলেন লকেট।
কলকাতা: উত্তরপ্রদেশের হাথরসে ১৯ বছরের তরুণীর ওপর নারকীয় অত্যাচার ও তাঁর মৃত্যুর ঘটনার কড়া নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইটে লেখেন, হাথরসে এক দলিত তরুণীর সঙ্গে যে বর্বর ও লজ্জাজনক ঘটনা ঘটেছে, তার নিন্দার ভাষা নেই। ওই তরুণীর পরিবারের প্রতি সমবেদনা। আরও লজ্জাজনক হল, যেভাবে জোর করে, পরিবারের সম্মতি ছাড়াই ওই তরুণীর সত্কার করা হয়েছে। যারা স্লোগান দেয় ও ভোটের জন্য প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয়, এই ঘটনা তাদের মুখোশ খুলে দিয়েছে।