ভুবনেশ্বর: পুলিশের অনুমতি না মিললেও ১ মার্চ শহিদ মিনারে অমিত শাহর সভায় মাইক বাজানো হবে। হুমকি দিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। আজ অমিত শাহর সভার প্রস্তুতি দেখতে আসেন রাজু। সঙ্গে ছিলেন সব্যসাচী দত্ত ও জয় বন্দ্যোপাধ্যায়।

এদিকে সিএএ-এনসিআর বিতর্কের আবহেই আজ ভুবনেশ্বরে পূর্বাঞ্চলীয় আন্তঃরাজ্য পরিষদ, ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহর পৌরোহিত্যে এই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছাড়াও থাকবেন বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।

সিএএ চালু হওয়া, এনআরসি নিয়ে কেন্দ্রের অস্পষ্ট অবস্থান, এনপিআর-এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের অবস্থান- এ সবের মাঝে অমিত শাহের সঙ্গে মমতার এই প্রথম সাক্ষাৎ। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কী বলেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। ভুবনেশ্বরের লোক সেবা ভবনের নতুন কনভেনশন সেন্টারে এই বৈঠকে বিভিন্ন বিষয়ের পাশাপাশি মাওবাদী সমস্যা নিয়েও আলোচনা হতে পারে।