নয়াদিল্লি : একেই বলে ভাগ্যের জোর। রাতারাতি একেবার কোটি কোটি টাকা লাভ। পুরনো এক শেয়ার সার্টিফিকেট কপাল ঘুরিয়ে দিল ব্যক্তির। যা নিয়ে শোরগোল পড়ে গেল নেট দুনিয়ায়।

১৯৯০ সালে ১ লক্ষ টাকার একটি জেএসড্বলু স্টিলের শেয়ার সার্টিফিকেট কিনে রেখেছিলেন বাবা। সম্প্রতি সেটি হাতে লাগে ছেলের। ব্যস, কেল্লাফতে। ৩০ বছর ধরে রয়েছে এই শেয়ার। ফল যা হওয়ার তা-ই নল। সেই শেয়ারের মূল্য এক গিয়ে পৌঁছেছে কোটি কোটি টাকায়। দীর্ঘমেয়াদি বিনিয়োগ যে কী লাভ দিতে পারে, তার উৎকৃষ্ট উদাহরণ এই ঘটনা। ধৈর্য্য ধরে লং টার্মে বিনিয়োগ করলে যে প্রচুর অর্থ লাভ করা যায়, তা নিয়েই এখন নেট দুনিয়ায় শুরু হয়েছে চর্চা। 

এক্স হ্যান্ডেলে একটি পোস্টে বিনিয়োগকারী জনৈক সৌরভ দত্ত এক Reddit ব্যবহারকারীর উত্তরাধিকারী সূত্রে তাঁর বাবার কাছ থেকে JSW Steel শেয়ার সার্টিফিকেট পাওয়ার অভিজ্ঞতার কথা লিখেছেন। ১৯৯০ সালে ১ লক্ষ টাকায় ওই শেয়ার কেনা হয়েছিল। আজ যার অর্থমূল্য প্রায় ৮০ কোটি টাকা।