নয়া দিল্লি: ভাগ্যে যদি দুর্ভোগ হওয়ার থাকে হলে তা যে খণ্ডানো যায় না, ভাইরাল ভিডিও দেখে এমনটাই মনে হয়। একটি সরকারি স্কুলে দুই ছাত্র নিখোঁজ হওয়ার পর এমনই ঘটনা প্রকাশ্যে এসেছে। দুই শিশু নিখোঁজ হওয়ার পর খোঁজ করতেই দেখা যায় যে দুই ছাত্র নিখোঁজ হয়েছিল তাঁদের আদতে কিডন্যাপ করা হয়েছিল। তবে কিডন্যাপ হওয়ার পরই ঘটে যায় দুর্ঘটনা। 

Continues below advertisement

ঘটনাটি ঘটেছে কর্ণাটকের ধরওয়াদে, যেখানে দুপুরের খাবারের বিরতির সময় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তৃতীয় শ্রেণির দুই ছাত্র - তানভীর দোদমানি এবং লক্ষ্মী কারিয়াপ্পানভার - নিখোঁজ হয়ে যায়। বিরতির পরও যখন বাচ্চারা ফিরে না আসে, তখন অভিভাবক এবং শিক্ষকরা সন্দেহ করেন যে তাদের অপহরণ করা হয়েছে।                                      

পুলিশের মতে, শিশুদের একজন ব্যক্তি ধরে নিয়ে গেছে বলে অভিযোগ। এলাকার সিসিটিভি ফুটেজে দেখা গেছে অভিযুক্তরা বাচ্চাদের নিয়ে পালিয়ে যাচ্ছে, যা অভিভাবক এবং বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।                      

Continues below advertisement

এরপর সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। দান্ডেলির কাছে অভিযুক্তরা মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হওয়ার পর উত্তর কন্নড় থেকে শিশুদের খুঁজে বের করার পর মামলাটি নাটকীয় মোড় নেয়। পুলিশি তদন্তে সামনে আসে যে করিম মেস্ত্রি নামে অভিযুক্ত ব্যক্তি বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং দুর্ঘটনার শিকার হন বলে জানা গেছে। 

দুর্ঘটনার খবর পেয়ে ডান্ডেলি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তির সঙ্গে দুই শিশুকেও খুঁজে পান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে করিম মেস্ত্রি পুলিশকে জানিয়েছেন যে তিনি শিশুদের নিয়ে গেছেন। তবে কী কারণে এই কিডন্যাপ তা পরিষ্কার নয়।                                                   

দুর্ঘটনার কারণে উদ্ধার হওয়া শিশুদের নিরাপদে তাদের বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তি আহত হয়েছেন এবং তাকে চিকিৎসার জন্য একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও তদন্ত চলছে।