ওমপুনজা:  নামিবিয়ার ওমপুনজা কেন্দ্র। স্থানীয় নির্বাচনে এখান থেকেই জিতেছেন ’ অ্যাডলফ হিটলার‘। নিকটতম প্রতিদ্বন্দ্বীকে বেশ খানিক ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। তাঁর ঝুলিতে এসেছে ৮৫ শতাংশ ভোট। না, ইতিহাস পাল্টায়নি। ’ অ্যাডলফ হিটলার‘  আসলে অ্যাডলফ হিটলার উনোনা। দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ নামিবিয়ার ওমপুনজা থেকে ভোটে লড়াই করেছেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ যিনি সেই রাষ্ট্রনায়ক অ্যাডলফ হিটলারের নামে কেন ভোটে লড়লেন উনোনা? উনোনা জানিয়ে্ছেন নাম পাল্টানোর কথা যখন ভেবেছেন ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। তাঁর কথায়, ছোট বয়সে নিজের নামটা ঠিকই লাগত। কিন্তু যখন একটু বুঝতে শিখলাম, কৈশোরে পা দিলাম তখন ধীরে ধীরে অ্যাডলফ হিটলারের মর্মার্থ বুঝতে পারলাম। বাবা আমার নাম রেখেছিলেন বটে, কিন্তু সম্ভবত তিনিও এর অর্থ বুঝতে পারেননি। সোয়াপো দলের সদস্য অ্যাডলফ হিটলার উনোনা ওমপুনজা কেন্দ্রে পুরপিতা নির্বাচিত হয়েছেন। আপাতত তাঁর সামনে অনেক দায়িত্ব। নাগরিকদের সুযোগ-সুবিধে দেখাই যে আসল, জানিয়েছেন উনোনা।