নয়া দিল্লি: বাইকে সাইলেন্সর বদলে আওয়াজের দৌরাত্ম্য বেড়েছে অনেকটাই। সেই শব্দ দাপট কমাতে পুলিশের নজরদারিও চলছে জোরকদমে। তবে আইন রক্ষা করতে গিয়ে এবার প্রহৃত হতে হল আইনের রক্ষককেই। বাইকে অবৈধ অত্যাধুনিক সাইলেন্সর লাগিয়ে পুলিশের হাতে ধরা পড়ে সেই পুলিশ পেটালো এক যুবক। 


এই ঘটনায় আহত হয়েছেন দিল্লি পুলিশের এক ইনস্পেক্টর এবং এক কনস্টেবল। ঘটনাটি ঘটেছে দিল্লির জামিয়া নগরে। রবিবার সন্ধ্যেয় রাজধানীর বুকে এই ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। 


পুলিশ সূত্রে খবর, এক বাইক চালককে ধরা হয়, তিনি বাইকে ওই দানবীয় আওয়াজ ছুটিয়ে মোটরবাইকটি চালাচ্ছিলেন। রয়্যাল এনফিল্ডে ওই আওয়াজে যেন কেঁপে যাচ্ছিল গোটা এলাকা। সেই সময় বাইকটি আটক করে পাহারারত পুলিশ কর্মীরা। বাইকটিকে খুঁটিয়ে পরীক্ষানিরীক্ষা করা হয়। দেখা যায় নিয়মবহির্ভূতভাবে বানানো হয়েছে সাইলেন্সরটিকে। মোটর ভেহিকেল আইন অনুযায়ী তা আইন ভঙ্গকারী।                                         


চব্বিশের ওই যুবক আসিফ এরপর তাঁর বাবা রিয়াজউদ্দিনকে ডেকে আনেন। এরপর বাবা-ছেলে মিলে পুলিশের হাত থেকে বাইকটিকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যখন পুলিশকর্মীরা তাঁদের বাধা দিতে যায় সেই সময় বাবা রিয়াজউদ্দিন ওই পুলিশের হাত ধরে আর ছেলে আসিফ পুলিশকর্মীর চোখে ঘুষি মারে। শুধু একজন পুলিশকর্মী নয়, আরেকজনকেও একই ভাবে মারধর করে তারা।                                                                                        


আরও পড়ুন, 'মন্দির ছেড়ে যেও না মা', শিকলে বাঁধা থাকে কালীপ্রতিমা, ২১ ভোগে হয় পুজো


পুলিশের তরফে বলা হয়, আসিফ এবং তার বাবার নামে এফআইআর দায়ের করা হয়েছে। কর্তব্যরত অবস্থায় পুলিশকর্মীকে মারধরের ঘটনায় জামিনঅযোগ্য ধারায় মামলা করা হয়েছে। আহত দুই পুলিশকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে তাঁরা। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে