নয়াদিল্লি: ছুটির জন্য আলাদা করে আবেদন করতে হবে না। হঠাৎ করেই টানা দশদিন ছুটিতে পাঠাবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ব্যাঙ্কের বিশেষ পদাধিকারীদের জন্য এই নয়া সার্কুলার জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ইতিমধ্যেই ব্যাঙ্কগুলির কাছে পাঠানো হয়েছে এই নির্দেশ। তবে গুরুত্বপূর্ণ বা সেনসেটিভ পদে থাকা ব্যক্তিদেরই এই বাধ্যতামূলক ছুটি দেওয়া হবে।


অতীতেও এই ধরনের উদ্যোগ নিয়েছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। মূলত, ঝুঁকির পরিস্থিতিতে ব্যাঙ্কের অপারেশনাল স্কিল বুঝতেই এই সিদ্ধান্ত নিয়েছিল RBI। এবার নতুন করে ব্যাঙ্কগুলির কাছে এই নির্দেশিকা জারি করেছে দেশের আর্থিক নীতি নির্ধারণকারী ব্যাঙ্ক। যেখানে বলা হয়েছে, প্রতি বছর ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মীদের ১০ দিন বাধ্যতামূলক ছুটি দিতেই হবে। একটানা এই ছুটি দিতে হবে সংশ্লিষ্ট পদাধিকারীদের।আগে থেকে না জানিয়েই এই ছুটিতে পাঠাতে হবে তাদের। একেবারে আকস্মিক ছুটিতে পাঠাতে হবে এই কর্মীদের।


এখানেই শেষ নয়। ছুটিতে থাকাকালীন ব্যাঙ্কের কাজের সঙ্গে ছুটিতে থাকা কর্মীদের কোনও যোগাযোগও রাখা যাবে না। ফিজিকালি বা ভার্চুয়ারি দায়িত্বের কোনও নথি দেখতে পারবেন না তাঁরা। তবে কিছু ক্ষেত্রে কেবল ব্যক্তিগত ই-মেইল ও কর্পোরেট ই-মেইল দেখতে পারবেন ওই পদাধিকারীরা। যা ব্যাঙ্কের সাধারণ কাজের জন্য সব কর্মীদের ক্ষেত্রেই প্রযোজ্য।


রিজার্ভ ব্যাঙ্ক বলেছে, বোর্ড অনুমোদিত নীতি অনুযায়ী ব্যাঙ্কের সেনসেটিভ পজিশন বা গুরুত্বপূর্ণ পদের তালিকা তৈরি করতে হবে কর্তৃপক্ষকে। এই পদাধিকারিকদেরই বাধ্যতামূলক ছুটির আওতায় নিয়ে আসতে হবে। পরে সময়ে-সময়ে এই কাজ বাস্তবায়নের দিকে নজর দিতে হবে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। কেন্দ্রীয় ব্যাঙ্ক আরও জানিয়েছে, সব ব্যাঙ্কের ক্ষেত্রেই তাদের এই সার্কুলার প্রযোজ্য হবে। আগামী ৬মাসের মধ্যে নির্দেশিকার বাস্তবায়ন দেখতে চেয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।২০১৫ সালে ট্রেজারি, কারেন্সি চেস্টস, রিস্ক মডেলিং পদকে এই সেনসেটিভ পদের তকমা দিয়েছিল 
আরবিআই।এদেরকে টানা ১০দিন ছুটির কথা বলেছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক।এবারও সার্কুলার জারি করে সেই পথেই হাঁটল আরবিআই।